চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ম্যাথিউস

ছবি:

২০১৭ সালটি ভালো কাটেনি লঙ্কান ক্রিকেট দলের। একের পর এক সিরিজ হারে বিধ্বস্ত অবস্থা দলটির। তবে সেসব নিয়ে ভাবছেন না লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথিউস।
বরঞ্চ সোমবার শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজকে 'চ্যালেঞ্জ' হিসেবে নিচ্ছেন তিনি। তার মতে, আগে কি হয়েছে সেটা ভুলে গিয়ে সামনে আগানোই উত্তম। রবিবার সাংবাদিকদের জানান,
"পাস্ট ইজ পাস্ট। আমরা সেটি নিয়ে কাতর হয়ে থাকতে চাই না। নতুন চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং হবে। আমরা অবশ্যই পারি (ঘুরে দাঁড়াতে)।"

তবে ত্রিদেশীয় সিরিজটিকে চ্যালেঞ্জিং মানার কারণও বলেছেন লঙ্কান অধিনায়ক। আর তা হচ্ছে বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ের দুর্দান্ত ফর্ম। একইসাথে জিম্বাবুয়েকেও কৃতিত্ব দিচ্ছেন তিনি।
সব মিলিয়ে দারুণ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় আছেন লঙ্কান দলপতি। "নির্দিষ্ট দিনটায় ভালো পারফর্ম করতে হবে। যে দল বেশি রান করবে, তারাই জিতবে। প্রতিটি দলই লড়াই করবে।
"বাংলাদেশ গত আড়াই বছরে দারুণ ক্রিকেট খেলছে। জিম্বাবুয়েও কয়েক বছর আগের তুলনায় ভালো খেলছে। বেশ কয়েকজন ভালো ক্রিকেটার ওদের ফিরে এসেছে। এটি তাই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে।"