promotional_ad

মুখ ফসকে বাংলাদেশকে নিজের দল বললেন হাথুরু!

promotional_ad

ভারত সফরের ব্যর্থতা পর বাংলাদেশ সফরকে সামনে রেখে কঠোর পরিশ্রম করেছে শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা। ত্রিদেশীয় সিরিজের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে  সন্তুষ্ট চণ্ডিকা হাথুরুসিংহে।


কিন্তু উন্নতির জায়গা আছে অনেক। এই ত্রিদেশীয় সিরিজে এবং সামনের সময়টায় লঙ্কান স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে ব্যস্ত সময় কাটাবেন টাইগারদের সাবেক কোচ।


নতুন এই চ্যালেঞ্জ নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি। 'নতুন চ্যালেঞ্জ নিয়ে আমি রোমাঞ্চিত। একই সঙ্গে নতুন দল ও এই দলের যা স্কিল আছে, সেসব নিয়েও আমি রোমাঞ্চিত। দেশে খুব ভালো প্রস্তুতি নিয়েছি আমরা। আমাদের উন্নতির অনেক জায়গা আছে। সেটি নিয়েও আমি রোমাঞ্চিত।'



promotional_ad

সাড়ে তিন বছরের মত বাংলাদেশে কাজ করে গেছেন চণ্ডিকা হাথুরুসিংহে। বেশিদিন হয়নি বাংলাদেশ ছেড়েছেন, তাই মিরপুরের পথ ঘাট অনেকটা স্থানীয়দের মতই চেনা তার কাছে। 


একই সাথে বাংলাদেশের শক্তির জায়গাটাও ভালোই চেনা চণ্ডিকার।  মিরপুরে তিনি বলেছেন, 'আমাদের জন্য সিরিজটি হবে চ্যালেঞ্জিং। বাংলাদেশ দেশের মাটিতে দারুণ লড়াকু। আমাদের জন্য সিরিজটি হবে চ্যালেঞ্জিং।'


নিজের সদ্য সাবেক দল বাংলাদেশের শক্তি ও দুর্বলতার বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়ে পুরনো অভ্যাসের কাছে হার মানতে হয় পাথর হৃদয়ের হাথুরুকেও। তিনি বলেছেন, 'দেশের মাটিতে বাংলাদেশ খুব ভালো দল।



গত আড়াই বছরে একটি ছাড়া আমরা আর সিরিজ হারিনি। ‘আমরা’ বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশকে। ওরা ওয়ানডেতে খুব ভালো ক্রিকেট খেলছে। তারা নিজেদের ভূমিকা ও ম্যাচ পরিকল্পনা খুব ভালো করে জানে। সেদিক থেকে প্রতিপক্ষের জন্য এখানে খেলা অনেক চ্যালেঞ্জি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball