ইমরুল খেলছেন না নিশ্চিত করলেন সুজন

ছবি:

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশে থাকছেন না ওপেনার ইমরুল কায়েস। অবশেষে এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত খালেদ মাহমুদ সুজন।
সিরিজের আগে অনুশীলন চলাকালীন সময়ে বাঁ হাতের বুড়ো আঙ্গুলে আঘাত পেয়েছিলেন ইমরুল। এরপর পরই স্ক্যান রিপোর্ট দেখে বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছিলেন প্রথম ম্যাচে অনিশ্চিত ইমরুল। এবার সুজনও জানিয়েছেন এমনটা।

রবিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সুজন জানিয়েছেন ১৬ সদস্যের স্কোয়াডকে বর্তমানে ১৫ সদস্য হিসেবে বিবেচনা করছেন তাঁরা। এই প্রসঙ্গে তিনি বলেন,
'যেহেতু ইমরুল ইনজুরিতে, তাই আমরা তাকে প্রথম ম্যাচের জন্য বিবেচনা করছি না। ১৬ সদস্যের দল থেকে আমরা ১৫ সদস্য নিয়েই ম্যাচ পরিকল্পনা করছি।'