ত্রিদেশীয় সিরিজ অস্তিত্বের লড়াইঃ পাপন

ছবি:

২০১৭ সালে দেশের মাটিতে একটি ওয়ানডে ম্যাচও খেলে নি বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা দুটি টেস্ট বাদে ঘরের মাঠে কোন ক্রিকেটই খেলেনি সাকিব-মাশরাফিরা।
নতুন বছরে আবার ভিন্ন চিত্র। ত্রিদেশীয় সিরিজের জমজমাট আসর বসতে যাচ্ছে টাইগারদের আঙ্গিনায়। দক্ষিণ আফ্রিকা সিরিজের ভরাডুবির পর বিপিএল ব্যস্ততা শেষে এবার ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে মাশরাফির বাংলাদেশ। লম্বা মৌসুমের শুরুতে দলের সদস্যদের কি হালচাল, সেই খোঁজ খবর নেয়ার কাজটা সেরেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।

শনিবার ড্রেসিংরুমে এসে ক্রিকেটারদের সাথে কথা বলেন ক্রিকেট বোর্ডের সভাপতি। ক্রিকেটারদের মানসিক অবস্থায় বেশ খুশি মনে হয়েছে নাজমুল হাসানকে।
মিরপুর স্টেডিয়াম ছাড়ার পথে দৈনিক যুগান্তরকে ত্রিদেশীয় সিরিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন তিনি। ‘ক্রিকেটাররা চাঙ্গা আছে। আমার বিশ্বাস ভালো কিছু হবে। তাছাড়া এই সিরিজটা আমাদের অস্তিত্বের লড়াই। এখানে আমাদের জয়ের কোনো বিকল্প নেই।’
ত্রিদেশীয় সিরিজে বাকী দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে সিরিজ শুরু করবে বাংলাদেশ দল। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দুই দলের বিপক্ষে বাংলাদেশের পারফর্মেন্স ফেভারিটের মত হওয়ার প্রত্যাশা করছেন বোর্ড সভাপতি।