সাকিবের ঐতিহাসিক ডাবলের স্মরণে আইসিসি

ছবি:

গত বছরের এই দিনে প্রথমবারের মতো টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে অনুষ্ঠিত সেই ম্যাচে ২৭৬ বল খেলে ৩১টি চারের সাহায্যে ২১৭ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন সাকিব।
আর এই ইনিংসটি খেলার পথে ওপেনার তামিম ইকবালের ২০৬ রানের স্কোরটিকে ছাড়িয়ে যান টাইগার অলরাউন্ডার সাকিব। পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে খুলনায় সেই ইনিংসটি খেলেছিলেন তামিম।

এদিকে সাকিবের রেকর্ড ভাঙ্গা ইনিংসটির কথা আবারো স্মরণ করিয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের ডাবল সেঞ্চুরি হাঁকানোর একটি ছবি পোস্ট করেছে তারা।
পাশাপাশি স্ট্যাটাস দিয়ে তারা লিখেছে- 'গত বছরের এই দিনে, সাকিব আল হাসান বাংলাদেশের পক্ষে ইতিহাস রচনা করেছিলো যখন সে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসে তামিমকে ছাড়িয়ে গিয়েছিলো।'