শঙ্কায় ভরা ভবিষ্যতের ইঙ্গিত দিলেন সাকিব

ছবি:

মঞ্চ পেয়ে নিজেদের দুর্দশা তুলে ধরলেন সাকিব আল হাসান। সিডনিতে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বার্ষিক সভায় বিশ্বের অন্যান্য টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটারদের তুলনায় বাংলাদেশের ক্রিকেটারদের বেতন-ভাতার বিস্তর পার্থক্য নিয়ে কথা বলেছেন তিনি।
বড় বড় টেস্ট খেলুড়ে দেশের তুলনায় বাংলাদেশের ক্রিকেটারদের বেতন বেশ নগণ্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থ আয়ের দিক থেকে বিশ্বে চতুর্থ হওয়ার পরও এমন বৈষম্যের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের।
জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ক্রিকেটার থেকেও কম বেতন পান বাংলাদেশের ক্রিকেটাররা। যার কারনে টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহ হারাচ্ছে দেশের তরুন ক্রিকেটাররা। ছোট ফরম্যাটের ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তোলায় মনোযোগ দিচ্ছে বাংলাদেশি তরুনরা।

সমান্তরালে ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের মত গুরুতর কাজেও জড়িত হচ্ছে তারা... যা টেস্ট ক্রিকেট ও বৃহৎ অর্থে ক্রিকেটের জন্য ভালো খবর নয়। তাই টেস্ট খেলুড়ে দেশ ভেদে বেতন ভাতার পার্থক্য কমিয়ে আনা হলে এই সমস্যা কমে আসবে বলে বিশ্বাস করেন সাকিব।
ছবিঃ ক্রিকইনফো