নিউজিল্যান্ডে হেরেই চলেছে পাকিস্তান

ছবি:

নেলসনে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে পিছিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল সফরকারী পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতেও নিউজিল্যান্ডের কাছে পরাজিত হতে হয়েছে তাদের।
প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বৃষ্টি আইনে সফরকারীদের বিপক্ষে বড় জয় পেয়েছে কেন উইলিয়ামসনের দল। পাকিস্তানকে এদিন ৮ উইকেটে হারিয়েছে কিউইরা। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রানের পুঁজি পেয়েছিলো পাকিস্তান।
দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান আসে মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে। এছাড়াও অলরাউন্ডার শাদাব খান ৫২ এবং হাসান আলী করেন ৫১ রান।এর আগে দিনের শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ড ৩৯ রান যোগ করতেই উপরের সারির ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বসে সফরকারীরা।

এরপর হাফিজ এবং মালিক মিলে খানিকটা প্রতিরোধ গড়লেও ব্যক্তিগত ২৭ রানে উইকেট ছুঁড়ে দেন অভিজ্ঞ মালিক। মালিকের বিদায়ের পর হাফিজ এবং অধিনায়ক সরফরাজকেও দ্রুত বিদায় করে কিউই বোলাররা।
১৪১ রানে ৭ উইকেট হারিয়ে বসা পাকিস্তান রক্ষা পায় শাদাব খান এবং হাসান আলীর ব্যাটে। দুজন মিলে ৭০ রানের জুটি গড়ে দলকে ২০০ রানের পুঁজি এনে দেন। শেষ পর্যন্ত এই দুজনের ফিফটিতে ৫০ ওভারে ২৪৬ রান করে পাকিস্তান।
নিউজিল্যান্ডের হয়ে ফাস্ট বোলার লকি ফারগুসন একাই নেন ৩টি উইকেট। ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১ রানে ওপেনার কলিন মুনরোকে বিদায় করেন পেসার মোহাম্মদ আমির।
আরেক ওপেনার গাপটিলের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন অধিনায়ক উইলিয়ামসন। ১৯ রানে তিনি ফিরলে রস টেইলর এবং গাপটিল মিলে হাল ধরেন। দলীয় ৬৪ রানের সময় ম্যাচে হানা দেয় বৃষ্টি।
অনেকক্ষন খেলা বন্ধ থাকার পর বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৫ ওভারে ১৫১ রান। বৃষ্টির পর নিউজিল্যান্ডের দরকার ছিল মাত্র ৮৭ রান। গাপটিলের অপরাজিত ৮৬ এবং রস টেইলরের ৪৫ রানের উপর ভর করে ৮ উইকেট হাতে রেখে সেই লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।