এমসিসির আজীবন সদস্য হলেন রাজ্জাক

ছবি:

মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য হিসেবে এবার মনোনীত হয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। মূলত কিংবদন্তী ক্রিকেটারদেরকেই আজীবন সদস্য পদ প্রদান করে এমসিসি।
সেই ধারাবাহিকতাতেই এবার সাবেক এই পাকিস্তানি তারকা ক্রিকেটারকে এই বিরল সম্মাননা প্রদান করলো ঐতিহ্যবাহী এই ক্লাবটি। পাকিস্তানের জার্সি গায়ে অবসরের আগে ২৬৫টি ওয়ানডে খেলে ৫০৮০ রান সংগ্রহ করেছিলেন রাজ্জাক।
অপরদিকে ৪৬টি টেস্টে তাঁর সংগ্রহ ছিলো ১৯৪৬ রান। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও দুর্দান্ত পারফর্মার ছিলেন রাজ্জাক। ২০১৬ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের আগে ৪৬ টেস্টে ১০০ উইকেট শিকারের পাশাপাশি ওয়ানডেতে ২৬৯ উইকেট নিয়েছিলেন তিনি।

শুধু তাই নয়, ২০০৯ সালে পাকিস্তানকে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এনে দিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন রাজ্জাক। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত এই ক্রিকেটারের পাশে যুক্ত হলো আরেকটি অর্জন।
রাজ্জাকের আগে অবশ্য আরো তিন পাকিস্তানি ক্রিকেটার এমসিসির আজীবন সদস্যের স্বীকৃতি পেয়েছিলেন। তাঁরা হলেন শহীদ আফ্রিদি, ইউনিস খান ও মিসবাহ-উল-হক।