ক্যাম্পে চোট আক্রান্তদের সংখ্যা বাড়ছে

ছবি:

ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলংকা সিরিজের আগে ইনজুরি নিয়ে ঝামেলায় আছে বাংলাদেশ দল। যতটুক জানা গিয়েছে রবিবার আসন্ন সিরিজ দুটোর জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে দল ঘোষণার পূর্বে ক্রিকেটারদের ইনজুরি সমস্যা ভাবাচ্ছে নির্বাচকদের। ইনজুরিতে আছেন জাতীয় দলের দুই ওপেনার সৌম্য সরকার এবং ইমরুল কায়েস। আঙ্গুলের চোট ভোগাচ্ছে ইমরুল কায়েসকে।
আর দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন সময়ে মাংশপেশী চোট পেয়েছিলেন তামিম ইকবালের আরেক ওপেনিং সঙ্গী সৌম্য সরকার। শোনা গিয়েছে বর্তমানে ইনজুরি সমস্যায় ভুগছেন সৌম্যও।

ধারণা করা হচ্ছে পুরনো সেই ইনজুরি এখনও ভুগাচ্ছে তাকে। এদিকে শুক্রবার টাইগারদের প্রস্তুতি ক্যাম্প চলাকালীন সময়ে হাতে চোট পেয়েছেন ক্রিকেটার সাব্বির রহমান। অনুশীলনের এক পর্যায়ে বলের আঘাতে হাত ফেটে যায় সাব্বিরের।
প্রচুর রক্তক্ষরণও হয়েছে তার। তারপরও, হাতে ব্যান্ডেজ লাগিয়ে ব্যাটিং অনুশীলনে চালিয়ে গিয়েছেন তিনি। তবে সাব্বিরের ইনজুরি খুব বেশী গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন বিসিবির ডাক্তার দেবাশীষ চৌধুরী।
অন্যদিকে চোট উপেক্ষা করে অনুশীলন চালিয়ে গেছেন ইমরুল-সৌম্যও। তবে নির্বাচকরা আশা করছেন ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন ইনজুরি থেকে থাকা ক্রিকেটাররা।