হাথুরু যাওয়াতে দায়িত্ব বদলে যায় নিঃ হ্যালস্যাল

ছবি:

রিচার্ড হ্যালস্যাল বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন চণ্ডিকা হাথুরুসিংহে থাকার সময়। দক্ষিণ আফ্রিকা সফরেও হাথুরুর সাথে ছক এঁকেছেন এই জিম্বাবুয়ের কোচ। কয়েক মাসের ব্যবধানে হাথুরুকে ছাড়াই কাজ করছে হচ্ছে হ্যালস্যালকে।
প্রধান কোচ না থাকায় সহকারী কোচের চেয়েও বেশি দায়িত্ব সামলাতে হচ্ছে তাকে। কিন্তু আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে যোগ দিয়ে অবশ্য খুব একটা পরিবর্তন অনুভব করছেন না রিচার্ড হ্যালস্যাল।

কোচিংয়ের বেসিকটাই করতে হচ্ছে তাকে। সাংবাদিকদের তিনি বলেছেন, 'আমি মনে করি না। সব আগের মতই আছে। আমি শুধু কোচিংয়ের দিক গুলো দেখাশোনা করি। আর এটাই আমি সবসময় করে আসছি। সুতরাং আগের তুলনায় কোন পরিবর্তন এসেছে বলে মনে হচ্ছে না।
'কোচিং স্টাফের কাজ হচ্ছে প্লেয়ারদের ক্রিকেট ম্যাচ জেতাতে সাহায্য করা। এটাই সবার চাওয়া। এটা তেমন একটা পরিবর্তন হয় না, আমার নামের পাশে যেই পদবী থাকুক না কেন। সবার চাওয়া বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে জয় ছিনিয়ে আনুক। এর জন্য আমি যেভাবেই সম্ভব সাহায্য করতে চাই, এটাই আমার চাকরি।'
প্রায় এক সপ্তাহের চেয়ে বেশি সময় ধরে ৩২ সদস্যের স্কোয়াড নিয়ে কাজ করছে টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। চার তারিখ থেকে শুরু হতে যাওয়া স্কিল টেনিং প্রোগ্রামের আগে বুধবার দলের সাথে যোগ দিয়েছেন রিচার্ড হ্যালস্যাল।