বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে উজ্জ্বল সাইফ-আফিফ

ছবি:

নিউজিল্যান্ডে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিউজিল্যান্ডের অন্যতম সেরা প্রথম শ্রেণীর দল ওটাগোর সাথে ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন অধিনায়ক সাইফ হাসান।
রানের দেখা পেয়েছেন অলরাউন্ডার আফিফ হাসানও। আগে ব্যাট করা বাংলাদেশের হয়ে তিন নম্বরে ব্যাট করে ৬৯ বল খেলে সাইফ ৫৪ রান করে আউট হন।

আফিফ আগ্রাসী ব্যাটিংয়ে ৪৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন। বাকি ব্যাটসম্যানরা তেমন একটা সুবিধা করতে পারেনি। এই দুইজনের ব্যাটে ভর করে ওটাগোর বিপক্ষে ১৭০ রান তোলে বাংলাদেশের যুবারা।
এখন বাংলাদেশের ছুঁড়ে দেয়া লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিকরা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব (সহ-অধিয়ায়ক), নাঈম শেখ, পিনাক ঘোষ, তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ রাকিব, মাহিদুল ইসলাম ভুঁইয়া অঙ্কন, শাকিল হোসেন, রবিউল হক, নাঈম হাসান, কাজী অনিক ইসলাম, রনি হোসেন, হাসান মাহমুদ, টিপু সুলতান।