প্রথম টেস্টে অনিশ্চিত স্টেইন

ছবি:

প্রায় একবছর ক্রিকেট থেকে দূরে ছিলেন দক্ষিণ আফ্রিকার পেস তারকা ডেল স্টেইন। এবার ইনজুরি কাটিয়ে ফিরছেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ায় ৫ই জানুয়ারি ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার কথা ছিল তার।
তবে মাঠে নামার সম্ভাবনা কম গতি এবং সুইংয়ে আদর্শবান এই পেসারের। দলের কম্বিনেশনের জন্য তাকে না রাখতে পারেন প্রোটিয়া কোচ অটিস গিবসন। এছাড়া স্টেইনের দীর্ঘসময় মাঠে না থাকাটাও বাদ পরার কারণ হতে পারে।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে প্রোটিয়া কোচ গিবসন বলেন, "ডেল স্টেইন আবারও ফিট হয়ে উঠেছে। তবে আমি নিশ্চিত নয়, এই সপ্তাহেই তাকে দেখা যাবে কি না। তার এক বছর বিরতি ছিল।"

তবে স্টেইনের না থাকার বিষয়টিও একেবারে নিশ্চিত করছেন না প্রোটিয়া কোচ। বরঞ্চ দলের এই অভিজ্ঞ বোলারের ফের ইনজুরি পরা নিয়েই আশংকা করছেন তিনি।
অটিস গিবসন জানিয়েছেন, "যদি আমরা তিন পেসার আর এক স্পিনার নিয়ে খেলি, তবে আপনারা তাকে চাইতে পারেন। কিন্তু সে যদি ম্যাচটা শেষ না করতে পারে!
"আমি বলছি না সে শেষ করতে পারবে না। তবে আপনি গ্রীষ্মের প্রথম ম্যাচেই ঝুঁকি নিতে পারেন না। তার নামটি আলোচনায় আছে, তবে সব কিছু নির্ভর করছে দলের ফরমেশনের উপর।"