গতির আক্ষেপ অ্যান্ডারসনের

আন্তর্জাতিক
গতির আক্ষেপ অ্যান্ডারসনের
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার ধরা হয় জেমস অ্যান্ডারসনকে। থ্রি লায়ন্সদের হয়ে সাদা পোষাকের ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারিও তিনি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও আফসোসে পুড়ছেন এই তারকা পেসার।

৩৬ বছর বয়সী এই পেসারের আক্ষেপ, একটু যদি গতিটা বাড়াতে পারতেন! চলতি অ্যাশেজ সিরিজে বল হাতে গতির ঝড় তুলছেন অস্ট্রেলিয়ান পেসাররা। বিশেষ করে মিচেল স্টার্কের গতি দেখে অাক্ষেপটা আরও বেড়েছে অ্যান্ডারসনের।

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিততে হলে আগামীতে ৯০ মাইল গতির বোলার প্রয়োজন, বলে মনে করেন এই ইংলিশ পেসার। এই সামান্য পার্থক্যগুলোই মানসিক ভাবে পিছিয়ে দেয় বলে জানিয়েছেন অ্যান্ডারসন। 

অ্যান্ডারসনের ভাষ্যমতে, 'আমার গতিটা ৫৮তম আর ৫৯তম ওভারে এসে কমে যায়। আমি যখন বোলিং করছিলাম, বারবার বোর্ডে স্পিড দেখছিলাম। দেখলাম, স্টিভেন স্মিথ এই গতি খেলে দিচ্ছে। পিচ একদমই সাহায্য করছিল না। এটা কিছুটা মানসিকভাবে পিছিয়ে দেয়। একজন তো বলছিল, তুমি কুকাবুরায় বল করতে পারো না। উত্তরে আমি বলি, হ্যাঁ, তুমি বোধ হয় ঠিকই বলেছো।'

নিজের বোলিং নিয়ে আফসোস করে অ্যান্ডারসন বলেছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আফসোস করা বেশ দেরি হয়ে গেছে। তবে, ৫ মাইল গতি বাড়ানোর আফসোসটা বেশ ভালো ভাবেই পেয়ে বসেছে এই তারকা পেসারকে। স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের প্রশংসাও করেছেন তিনি।

এই প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, ' যদি আপনি স্টার্কের মত কাউকে এই পিচে বল করতে দেন, যে কিনা ৯০ মাইলের বেশি গতিতে বল করতে পারে; তবে দারুণ ব্যাপার। তারা এক্স ফ্যাক্টর হতে পারে। আমি জানি, এটা অনেক দেরি (আমার ক্যারিয়ারে)। কিন্তু যদি আমি আরও ৫ মাইল গতি বাড়াতে পারতাম, তবে দারুণ হতো।'

আরো পড়ুন: this topic