কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন সাব্বির

ছবি:

জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) এক কিশোরকে মারধরের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (০১ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে এ ব্যাপারটি নিশ্চিত করেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
গত ২১শে ডিসেম্বর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচে এক কিশোর টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমানকে উদ্দেশ্য করে কিছু বলার পর মাঠের আম্পায়ারের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে মারধর করেন সাব্বির।

এখানেই ক্ষান্ত হননি সাব্বির। ম্যাচ রেফারি এবং আম্পায়াররা তাঁর বিরুদ্ধে অভিযোগ তুললে তাদেরকেও হুমকি দেন জাতীয় দলের এই ক্রিকেটার। এরপর বিষয়টিতে হস্তক্ষেপ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি।
আশঙ্কা করা যাচ্ছিলো বেশ বড় ধরণের শাস্তির মুখেই পড়তে যাচ্ছেন সাব্বির। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। বিসিবির কেন্দ্রীয় কমিটির থেকে বাদ দেয়া ছাড়াও সাব্বিরকে ২০ লাখ টাকা জরিমানা এবং ৬ মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে।
শুধু তাই নয়, এরই সাথে তাঁকে শেষ সুযোগ দেয়া হচ্ছে বলেও জানিয়েছে বিসিবি। বোর্ড প্রেসিডেন্ট জানিয়েছেন ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে সাব্বিরকে।