আজ থেকে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে ক্ষুদে টাইগারদের

ছবি:

চলতি বছরের দ্বিতীয় সপ্তাহেই নিউজিল্যান্ডে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১২তম আসর। আর আসন্ন এই আসরের মূল পর্বে অংশ নিতে ইতিমধ্যে সেখানে অবস্থান করছে টাইগার যুবারা।
নিউজিল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ২৬ ডিসেম্বর ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মূলত সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সেখানে আগে ভাগেই চলে গিয়েছে সাইফদের দল।
এদিকে বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে বছরের প্রথম দিন অর্থাৎ আজ প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে সাইফ হাসানের দল। প্রথম প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ কিউইদের ঘরোয়া ক্রিকেটের দল ওটাগো একাদশ।

ডানেডিনের ইউনিভার্সিটি অফ ওটাগো ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম প্রস্তুতি ম্যাচের পর একই দলের বিপক্ষে চলতি মাসের তিন ও পাঁচ তারিখ আরও দুটি ম্যাচ খেলবে যুব দলের ক্রিকেটাররা।
৬ জানুয়ারি ডানেডিন থেকে ক্রাইস্টচার্চে ফিরবে তারা। সেখানে আইসিসির সূচি অনুযায়ী, ৮ ও ১০ জানুয়ারি আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে সাইফবাহিনী দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে।
প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপের মূল আসরে ১৩ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মিনি টাইগাররা। এরপর ১৫ তারিখ কানাডা এবং ১৮ তারিখ ইংলিশদের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে তারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: সাইফ হাসান, পিনাক ঘোষ, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, তাওহিদ হৃদয়, আমিনুল ইসলাম, মোহাম্মদ রাকিব, মাহিদুল ইসলাম অঙ্কন, শাকিল হোসেন, রবিউল হক, নাঈম হাসান, কাজী অনিক, রনি হোসেন, হাসান মাহমুদ ও টিপু সুলতান।
রিজার্ভ খেলোয়াড়: মোহাম্মদ সজীব হোসেন, রায়ান রাফসান রহমান, সাখাওয়াত হোসেন, সাইদুল ইসলাম, ইয়াসিন আরাফাত, আবদুল হালিম ও মনিরুল ইসলাম।