একই দলে সাকিব-ম্যাককালাম-গেইল-ডি ভিলিয়ার্স

আন্তর্জাতিক
একই দলে সাকিব-ম্যাককালাম-গেইল-ডি ভিলিয়ার্স
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

আন্তর্জাতিক ক্রিকেটে এবছর দারুণ সময় পার করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন ফরম্যাটেই নিজের সেরাটা দিয়ে সাফল্য পেয়েছেন এই অলরাউন্ডার।

টেস্ট-ওয়ানডের পারফর্মেন্স দিয়ে নজর কেড়ে নেয়া সাকিব এই বছর টি-টুয়েন্টি ফরম্যাটেও ছিলেন উজ্জ্বল। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতেও ব্যাট-বল হাতে যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি।

এবছর পেশোয়ার জালমির হয়ে শিরোপা জিতলেও, কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। পাশাপাশি জ্যামাইকা তালাওয়াশের হয়ে সিপিএলেও ভালো পারফর্মেন্স করেছেন টাইগার অলরাউন্ডার।

আর ঘরের মাঠে বছরের শেষ দিকে বাংলাদেশ প্রিমিয়ার লীগে ঢাকা ডাইনামাইটসের হয়ে নিয়েছেন ১৯ উইকেট। এছাড়াও ব্যাট হাতে ১৫০ এর উপর রান করেছেন সাকিব। 

টি-টুয়েন্টি ফরম্যাটে সারা বছর নজরকাড়া পারফর্মেন্সের সুবাদে ক্রিকেট অস্ট্রেলিয়ার বছরের সেরা টি-টুয়েন্টি একাদশে সহজেই জায়গা করে নিয়েছেন  এই বিশ্বসেরা অলরাউন্ডার। 

চলতি বছর মোট ২৯টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে তার ব্যাট থেকে এসেছে মোট ৪৪৭ রান। আর বল হাতে ২৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। 

সাকিব ছাড়াও এই একাদশে আছেন রংপুর রাইডার্সের হয়ে এবছর বিপিএল মাতানো দুই ওপেনার ক্রিস গেইল এবং ব্রেন্ডন ম্যাককালাম। তিন নম্বরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলা হার্ড হিটার এভিন লুইস রয়েছেন।

এই তালিকায় বিপিএল মাতানোদের মধ্যে আরও আছেন রশিদ খান, মোহাম্মাদ আমির, সুনিল নারিন, লুক রঞ্চিদের মত টি-টুয়েন্টির বড় বড় তারকারা। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা টি-টুয়েন্টি একাদশঃ

ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, এভিন লুইস, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, লুক রঞ্চি, সাকিব আল হাসান, সুনিল নারিন, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, রশিদ খান।  

আরো পড়ুন: this topic