সোমবার সাব্বিরের অগ্নিপরীক্ষা!

আন্তর্জাতিক
সোমবার সাব্বিরের অগ্নিপরীক্ষা!
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

গত ২১শে ডিসেম্বর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচে এক কিশোর টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমানকে উদ্দেশ্য করে কিছু একটা বলে। এরপর বিষয়টিকে গায়ে মাখিয়ে মাঠের আম্পায়ারের কাছ থেকে অনুমতি সাপেক্ষে মাঠের বাইরে যায় সাব্বির। 

মাঠের বাইরে গ্যালারিতে গিয়ে সেই ছেলেকে লাঞ্ছিত করেন দেশের এই তারকা ব্যাটসম্যান। এখানেই ক্ষান্ত হয়নি সাব্বির। ম্যাচ রেফারি এবং আম্পায়াররা তাঁর বিরুদ্ধে অভিযোগ তুললে তাদেরকেও হুমকি দেন জাতীয় দলের এই ক্রিকেটার।

এরপর বিষয়টিতে হস্তক্ষেপ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি। বিষয়টি খতিয়েও দেখছেন ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা বিষয়ক কর্মকর্তারা। জানা গেছে সাব্বিরের বিরুদ্ধে করা অভিযোগের তদন্তের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে ডিসিপ্লিনারি কমিটি।

আগামী সোমবার বিষয়টি নিয়ে বৈঠক করে সিধান্ত নিবেন বলে জানান বিসিবি'র ডিসিপ্লিনারি কমিটি সহ-সভাপতি শেখ সোহেল। তদন্ত রিপোর্ট রবিবার নিজেই খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন তিনি। শেখ সোহেল বলেন, 

'আগামিকাল (রবিবার) আমি তার (সাব্বির রহমান) তদন্ত রিপোর্ট চেক করব। তারপর সোমবার আমরা বিষয়টি নিয়ে বসব। যদি বৈঠকে সিদ্ধান্ত হয় তাকে ডাকার প্রয়োজন আছে তারপর তাকে ডাকব।' 

সাব্বিরকে দুই ধরনের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন শেখ সোহেল। তবে সাব্বিরের মত তারকা ব্যাটসম্যানের এই ধরনের আচরণে এই বোর্ড কর্মকর্তাও যেন কিছুটা বিরক্ত।  তিনি বলেন, 

'এই ঘটনায় সাব্বিরকে দুই ধরণের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রথমত সে মাঠে উপস্থিত একজন কিশোর দর্শককে লাঞ্চিত করেছে। দ্বিতীয়ত সে ম্যাচ অফিসিয়ালের সাথেও অসদাচরণ করেছে।

আমি নিজেও এই বিষয়ে খুব বিস্মিত হয়েছি যে, এরকম একজন তারকা ক্রিকেটার একটা ছেলের সাথে এরকম নেতিবাচক আচরন করেছে। এমনকি সেই ছেলেটি সাব্বিরের একজন ভক্ত হিসেবে খেলা দেখতে এসেছে।' 

ছবিঃ সংগৃহীত 

আরো পড়ুন: this topic