promotional_ad

হাথুরুর মতো বদমেজাজি নন সুজন

promotional_ad

যতদিন বাংলাদেশ দলের কোচ ছিলেন ততদিন ক্রিকেটারদের বেশ কড়া শাসনের মধ্যেই রেখেছিলেন টাইগার সদ্য বিদায়ী কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বলা যায় অনেকটা স্বৈরাচারীই ছিলেন তিনি। আর এই কারণেই তাঁর সম্পর্কে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মনোভাব ছিলো নেতিবাচক।   


হাথুরুর বিদায়ে তাই অনেক ক্রিকেটারই হাঁফ ছেড়ে বেঁচেছেন। সবথেকে বেশি স্বস্তিতে আছেন হয়তো পেসার তাসকিন আহমেদ। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তাসকিনের কথাতেই এমন আভাস পাওয়া গেছে। 


হাথুরুসিংহে চলে যাওয়ার পর বর্তমানে টেকনিক্যাল ডিরেক্টর তথা কোচের দায়িত্ব পালন করছেন সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সুজনের সাথে হাথুরুর পার্থক্য খুঁজতে গিয়ে তাসকিন জানিয়েছেন লঙ্কান কোচের থেকে অনেকটাই নরম স্বভাবের সুজন। হাথুরু ও সুজন সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে তাসকিন বলেন,


'আসলে ক্রিকেটারদের ওপর চাপ তো থাকেই সবসময়। হয়তো এক একজনের বোঝানোর ধরন একেক রকম। উনি (হাথুরু) হয়ত একটু বকা-ঝকা দিয়ে বলতেন। আর সুজন স্যারও রাগেন; কিন্তু একটু নরমভাবে পরে বুঝিয়ে দেন কিভাবে কী করতে হবে। তো যতবারই তার (খালেদ মাহমুদ সুজন) অধীনে খেলেছি ভাল করেছে দল। আশাকরি, সে ধারাবাহিকতা এবারও থাকবে।'



promotional_ad

শ্রীলঙ্কার কোচ হিসেবে হাথুরুর প্রথম অ্যাসাইনমেন্ট সেই বাংলাদেশের বিপক্ষেই। আগামী মাসেই লঙ্কানদের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। বাংলাদেশ দলের সব হাঁড়ির খবরই জানা আছে হাথুরুর।


আর এই কারণে সিরিজের মূল সমস্যা সেই হাথুরুই। তবে তাসকিন এটিকে খুব বড় সমস্যা হিসেবে দেখছেন না। তাঁর মতে ভালো খেলতে পারলেই সাফল্য নিয়ে আসা সম্ভব। টাইগার এই পেস তারকা বলছিলেন,   


'তিনি (হাথুরু) তো আমাদের সঙ্গে অনেকদিন ছিলেন! আমাদের ভালভাবে চেনেন তিনি। কার দুর্বলতা কোনটা, সবই তার জানা। তো এটা হয়তো ওদের (শ্রীলঙ্কা) জন্য একটু লাভ হতে পারে। তাও আমার মনে হয়, দেশের মাটিতে আমরা ভাল খেললে জিততে পারবো। সিরিজ জিততে পারব।'


আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য ক্রিকেটারদের একাধারে বোলিং এবং ব্যাটিং অনুশীলন করাচ্ছেন খালেদ মাহমুদ। বোলারদের ব্যাটিং অনুশীলনেও জোর দিচ্ছেন তিনি। তাসকিন জানান সুজনের দেখানো পথেই কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর মতে সুজনের নির্দেশ মতো অনুশীলন করলে সাফল্য আসবেই। তিনি বলেন,  

'আসলে বাংলাদেশে যেমন উইকেট থাকে সেই উইকেটেই হবে হয়তো। আমরা কিন্তু অনেক ম্যাচ (ঘরের মাঠে) জিতেছি ভারত, পাকিস্তানের বিপক্ষে। যে উইকেটই হোক না কেন, স্কিল ও ভাল খেলাটা খেলতে হবে আমাদের। কোচ যেটা চাচ্ছেন সেটা হচ্ছে কি না, তা ঠিক করতে হবে। যদি সেটাই হয় তাহলে যে কোন জায়গায় সফল হওয়া সম্ভব। সুজন স্যার অনেক সাহায্য করছেন। আসলে আমরা একটু ভিন্নভাবে ট্রেনিং করতেছি। সব মিলিয়ে ভালই হচ্ছে।'



শ্রীলঙ্কা সিরিজের জন্য ৩২ সদস্যের ঘোষিত প্রাথমিক দলে পেসার রয়েছেন ১১ জন। ফলে একজন খারাপ খেললে আরেকজনকে সুযোগ দেয়া যাবে সহজেই। তবে এই বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত নন তাসকিন। তিনি বললেন, 


'আগেও দলের মধ্যে এমন লড়াই ছিল। এখানে যারা আছে সবাই স্কিলফুল এবং প্রতিভাবান। তো সব সময় চ্যালেঞ্জ থাকে সবার জন্য। একটা চাপ থাকে ভাল পার্ফরম না করলে বাদ পড়তে হতে পারে। ওই চাপ মাথার মধ্যে নিলে আর উন্নতি হবে না। সে সব চিন্তা না করে কিভাবে ভাল করা যায়, সে চিন্তাই করছি এখন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball