'শীতকাল বলেই সফল হবে পেসাররা'

ছবি:

আসন্ন দুটি সিরিজে টাইগার পেসাররা ভালো পারফরমেন্স করবেন বলে আশাবাদী রাহী। এই টাইগার পেসার মনে করেন বাংলাদেশে এখন শীতকাল চলায় শিশির পড়বে, ফলে পেস বোলাররা ভালো মুভমেন্ট ও সুইং পাবে বলে বিশ্বাস রাহীর।
এই প্রসঙ্গে রাহী বলেন, 'হ্যাঁ, অবশ্যই। আমরাও জানি যে, শীতের সময় পেস বোলাররা ভালো বোলিং করে। আর যেহেতু একটু শিশির থাকে বলে একটু সুইং করে, মুভমেন্ট আছে। তাই পেস বোলাররা ইনশাল্লাহ ভালো করবে।'

এদিকে বেশ কয়েকদিন আগে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শুরু হলেও, এখনও দলের সঙ্গে যোগ দেননি টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এই ক্যারিবিয়ান টাইগারদের সাথে যোগ দেবেন আগামী ৫ জানুয়ারি।
রাহী মনে করেন ওয়ালশ আগে থেকে যোগ দিলে বেশ ভালো হতো তাদের জন্য। তবে টাইগার পেসারদের পাশে দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ থাকায় খুব একটা সমস্যাও হচ্ছে না।
রাহীর ভাষ্যমতে, ' অবশ্যই ভালো হতো। কিন্তু স্যার (খালেদ মাহমুদ) যেগুলো করছেন, পেস বোলিং কোচরা একই কথাই বলেন। উনার কথা, অন্য বোলিং কোচের কথা প্রায়ই সমান। উনি হয়তো সামনেই আসবেন।'
লঙ্কান ব্যাটসম্যানদের নিয়ে আলাদা ভাবে কাজ করবেন বলেও জানিয়েছেন রাহী। স্কিল ট্রেনিং শুরু হলেই তাদের নিয়ে কাজ করবেন বলে নিশ্চিত করেছেন তিনি।
এই প্রসঙ্গে রাহী বলেন, 'এখন তো ফিটনেস (ট্রেনিং) চলছে। এরপর স্কিল শুরু হবে। স্কিল শুরু হলে আমরা ওটা নিয়ে কাজ করবো। ওদের ব্যাটসম্যান যারা আছে, ওদের কিভাবে বোলিং করতে হবে ওটা নিয়ে কাজ করবো।'