টি-টুয়েন্টি চ্যাম্পিয়নদের পাত্তাই দিলোনা কিউইরা

ছবি:

টেস্ট এবং ওয়ানডে সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আগেই হোয়াইট ওয়াশ হয়েছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। পুরনো ব্যর্থতা ভুলে শুক্রবার ভোরে নিজেদের পছন্দের ফরম্যাটে প্রথম টি-টুয়েন্টিতে কিউইদের বিপক্ষে মাঠে নেমেছিল জেসন হোল্ডারের দল।
কিন্তু বর্তমান টি-টুয়েন্টি চ্যাম্পিয়নরা সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি। নেলসনে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৪৭ রানে পরাজিত হয়েছে জেসন হোল্ডারের দল।
এদিন টসে জিতে প্রথমে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রন জানান উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার। হোল্ডারের আমন্ত্রনে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানেই ওপেনার মার্টিন গাপটিলকে হারিয়ে বসে ব্ল্যাক ক্যাপ্সরা।
গাপটিল ৫ রানে বিদায় নিলেও তিন নম্বরে নামা গ্লেন ফিলিপ্সের সঙ্গে জুটি বেঁধে দলের পক্ষে রান তুলতে থাকেন আরেক ওপেনার কলিন মুনরো। দ্বিতীয় উইকেট জুটিতে ৮৬ রান যোগ করেন এই দুইজন।

ব্যাট হাতে দ্রুত রান তুলে ফিফটির দেখা পান ওপেনার মুনরো। তবে ৫৩ রান করে অ্যাশনি নার্সের শিকার হয়ে ফেরেন এই বাঁহাতি। মুনরো ফিরলেও রানের চাকা সচল রেখে ফিফটি তুলে নেন ফিলিপ্সও।
কিন্তু ব্যক্তিগত ৫৫ রানে স্যামুয়েল বদ্রির শিকার হয়ে ফেরেন তিনি। এরপর রস টেইলরের ২০, আনারু কিচেনের ১২ এবং মিচেল স্যান্টনারের দ্রুত ২৩ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান স্কোরবোর্ডে তোলে কিউইরা।
উইন্ডিজদের হয়ে কার্লোস ব্রাথওয়েট এবং জেরোম টেইলর নেন ২টি করে উইকেট। ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৯ রান যোগ করতেই দুই ওপেনার ক্রিস গেইল এবং চ্যাডউইক ওয়ালটনকে হারিয়ে বসে উইন্ডিজরা।
দুই ওপেনারকে হারালেও আন্দ্রে ফ্লেচার এবং শাই হোপ দলের পক্ষে হাল ধরার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৬১ রানে ফ্লেচার ফিরে যাওয়ার পর শাই হোপও বিদায় নেন ১৫ রান করে। শেষ পর্যন্ত কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১ ওভার বাকি থাকতেই ১৪০ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
শেষ দিকে প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন হার্ড হিটার কার্লোস ব্রাথওয়েট। তার ব্যাট থেকে আসে ২১ রান। নিউজিল্যান্ডের হয়ে সেথ রেন্স এবং টিম সাউদি নেন ৩টি করে উইকেট।