চার দিনের টেস্ট দুই দিনেই শেষ

আন্তর্জাতিক
চার দিনের টেস্ট দুই দিনেই শেষ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

পোর্ট এলিজাবেথে প্রথম বারের মত চার দিনের টেস্ট খেলতে নেমেছিলো দক্ষিন আফ্রিকা এবং জিম্বাবুয়ে। তাও আবার দিবারাত্রির ম্যাচ। আর এই চার দিনের টেস্ট মাত্র দুদিনেই জিতে নিলো স্বাগতিক দক্ষিন আফ্রিকা।

দিবা রাত্রির চার দিনের এক মাত্র টেস্টে সফরকারী জিম্বাবুয়েকে এক ইনিংস এবং ১২০ রানে হারিয়েছে এবি ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকা। ম্যাচের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ৩০ রানে ৪ উইকেট নিয়ে খেলতে নেমে প্রোটিয়া পেসার মরনে মরকেলের তান্ডবে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা। 

সফরকারীদের হয়ে ব্যাট হাতে কেউই অবদান রাখতে পারেননি। সর্বোচ্চ ২৩ রান এসেছে কাইল জার্ভিসের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার হয়ে মরনে মরকেল একাই নেন ২১ রান দিয়ে ৫ উইকেট।

এরপর আবারো নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারো ব্যাটিং বিপর্যয়ে পরে গ্রেম ক্রিমারের দল। দ্বিতীয় ইনিংসে তারা অল আউট হয় মাত্র ১২১ রানে।

দ্বিতীয় ইনিংসে সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন গ্রেইগ আরভাইন। প্রোটিয়াদের পক্ষে কেশভ মহারাজ নেন ৫৯ রান দিয়ে ৫ উইকেট। আর আন্দিলি ফেহলুকেয়োর শিকার ৩ উইকেট।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩০৯ রান নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার এইডেন মার্করাম।

তার ব্যাট থেকে আসে ১২৫ রান। এছাড়া টেম্বা বাভুমা করেন ৪৪ রান। জিম্বাবুয়ের হয়ে কাইল জার্ভিস এবং ক্রিস পফু নেন ৩টি করে উইকেট। আর অধিনায়ক গ্রেম ক্রিমারের শিকার ছিল ২টি উইকেট। 

আরো পড়ুন: this topic