মেহেদীর ক্রিকেট দর্শন

ছবি:

ছোট বেলায় অফ স্পিনটাই পছন্দ ছিল জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের নতুন সদস্য মেহেদী হাসান। কিন্তু স্থানীয় কোচের ইচ্ছায় ব্যাটিং শুরু করেছিলেন খুলনার এই তরুন।
বয়স ভিত্তিক ক্রিকেটে রান তোলার পাশাপাশি হাত ঘুরিয়েও সফল ছিলেন তিনি। এনসিএল ও ডিপিএলে নিজ দলের হয়ে মূলত অলরাউন্ডারের ভূমিকা পালন করেছেন মেহেদী।
তবে পরিচিতি এসেছে বোলিংয়ের মাধ্যমে। বিপিএলে কুমিল্লার হয়ে বোলিংটাই বেশি করেছেন তিনি। তবে প্রথম শ্রেণীর ক্রিকেট টপ অর্ডারে ব্যাট করা মেহেদী নিজেকে শুধু বোলার হিসেবে চিন্তা করতে নারাজ।

নিজেকে শতভাগ অলরাউন্ডার ভাবতে পছন্দ করেন তিনি। প্রথম দিন জাতীয় দলের ক্যাম্পে অনুশীলন শেষে তিনি বলেছেন, 'আমি নিজেকে অলরাউন্ডারই মনে করি। যখন যেটা ভালো হয়, সেখানেই বেশি ফোকাস করি।'
তবে একই সাথে ব্যাটিং-বোলিংয়ে সমান গুরুত্ব দেয়ার পক্ষে নন এই তরুন। মিরপুরে সাংবাদিকদের নিজের ক্রিকেট দর্শন জানাতে গিয়ে তিনি বলেন, 'দুই বিভাগে ফোকাস করা খুব কঠিন।
প্রথমে যেটা ভালো হবে, সেটাতেই মনোযোগী হওয়া ভালো।কারন দুইখানে একসঙ্গে গুরুত্ব দিতে গেলে দুটোই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই কারনে একটি একটি করে টার্গেট করলে সেটাই ভালো।'
ছবিঃ বিডিনিউজ২৪