ভারতে চুলের চিকিৎসা নিতে গিয়ে বিপাকে তামিম

ছবি:

‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ এর উদ্দেশ্যে ভারতে গিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পরামর্শ নিয়ে মুম্বাইয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি।
যার কারনে অনুশীলন ক্যাম্পের শুরুর দিকে থাকতে পারবেন না তামিম। চিকিৎসার কারনে অনুশীলনে অংশ নিতে না পারায় অনুশোচনায় ভুগছেন তামিম।
এত সময় লাগবে জানলে অন্য সময় হেয়ার ট্রান্সপ্লান্ট করাতেন তিনি। কালের কণ্ঠকে তিনি বলেছেন, ‘ওখানকার (মুম্বাইয়ের) ডাক্তার বলেছিলেন দিন দশেকের মধ্যেই আমি প্র্যাকটিস করতে পারব।

কিন্তু এখন মনে হচ্ছে আরো কয়েকটা দিন বেশি লাগবে। অথচ ত্রিদেশীয় সিরিজ শুরু হতে হাতে বেশি সময় নেই। এতটা সময় লাগবে জানলে কোনোভাবেই এখন এটা করাতাম না। ’
চুলের চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে সারা শরীরে পানি জমে গেছে তামিমের, বেড়েছে ওজন। তবে তামিম অনুশীলন করে স্বরূপে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী। বিপিএলে খেলার মধ্যে থাকায় বেশি সমস্যা হবে না।
তামিম বলছেন, ‘দেবাশীষ দা (বিসিবির সিনিয়র চিকিৎসক) বলেছেন ১ তারিখের (জানুয়ারি) মধ্যেই এ সমস্যা কেটে যাবে। আরো দু-তিন দিন দেরি হলেও অসুবিধা নেই, প্র্যাকটিসে নিজেকে তৈরি করে নিতে পারব। আর খেলার মধ্যেই তো ছিলাম। ’