ভয়ঙ্কর দক্ষিন আফ্রিকাকে দেখলো জিম্বাবুয়ে

আন্তর্জাতিক
ভয়ঙ্কর দক্ষিন আফ্রিকাকে দেখলো জিম্বাবুয়ে
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

পোর্ট এলিজাবেথে ইতিহাসের সাক্ষী হলো দুই প্রতিবেশি দক্ষিন আফ্রিকা ও জিম্বাবুয়ে। চার দিনের টেস্ট ক্রিকেট তার উপর দক্ষিন আফ্রিকার মাটিতে প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ... ঐতিহাসিক এই দিনটি সফরকারী জিম্বাবুয়েকে দাঁড়াতেই দেয়নি স্বাগতিকরা।

আগ্রাসী ব্যাটিংয়ে দিনের প্রথম আড়াই সেশন ব্যাট করে ৩০৯/৯ রানে ইনিংস ঘোষণা করে টসে জেতা দক্ষিন আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে অভিষিক্ত এইডেন মার্করাম ১২৫ রানের নজরকাড়া ইনিংস খেলেন।


টেস্ট ক্রিকেটে ফেরার ম্যাচে অর্ধশত রানের দেখা পান অভিজ্ঞ এবি ডি ভিলিয়ার্স। রাতের সেশনের সুবিধা নিতেই দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিন আফ্রিকা। 

জিম্বাবুয়ের হয়ে কাইল জারভিস ও এমফুফু তিনটি করে উইকেট নেন। পিঙ্ক বলে রাতের সেশনে দক্ষিন আফ্রিকার বোলারদের রুদ্রমূর্তি দেখতে পায় জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যানরা।

বিশেষ করে ইনজুরি ফেরত মরনে মরকেলের এক স্পেলেই ভেঙ্গে পড়ে সফরকারীদের দেয়াল। ১৪ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসা জিম্বাবুয়ে। মরকেলের শিকার তিনটি, ইনজুরি ফেরত ভারনন ফিলান্ডার নিয়েছে একটি উইকেট।

পরবর্তীতে রায়ান বার্ল ও কাইল জারভিসের ব্যাটে ৩০ রানে ৪ উইকেট নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে। ২৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে জিম্বাবুয়ে।

আরো পড়ুন: this topic