২৬শে ডিসেম্বর- ভারত বধের সেই ঐতিহাসিক দিন

আন্তর্জাতিক
২৬শে ডিসেম্বর- ভারত বধের সেই ঐতিহাসিক দিন
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

আজ ২৬শে ডিসেম্বর, ২০১৭। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আজকের এই দিনটির গুরুত্ব অনেক বেশি। কেননা আজ থেকে ঠিক ১৩টি বছর আগে এই দিনেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতকে হারিয়ে ইতিহাস রচনা করেছিলো বাংলার দামাল ছেলেরা। 

হাবিবুল বাশারের নেতৃত্বে সেদিন সৌরভ গাঙ্গুলির পরাশক্তি ভারতকে ১৫ রানে পরাজিত করেছিলো বাংলাদেশ। সেই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমে আফতাব আহমেদের বীরোচিত ৬৭ রানের ইনিংসে ভারতকে ২৩০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো টাইগাররা।

ভারতের জন্য এই লক্ষ্য নিঃসন্দেহেই মামুলি অবশ্যই। আর সেই কারণেই হয়তো স্টেডিয়ামের বেশিরভাগ দর্শক বাংলাদেশের জয়ের আশা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের ওপর চড়াও হন মাশরাফি-তাপস বৈশ্যরা।

আর তাঁদের দারুণভাবে সঙ্গ দেন খালেদ মাহমুদ সুজন এবং স্পিনার মোহাম্মদ রফিক। এই চার টাইগার বোলারের তান্ডবেই শেষ পর্যন্ত গাঙ্গুলির শক্তিশালী ভারত দল টাইগারদের কাছে গুঁটিয়ে যায় মাত্র ২১৪ রানে। 

মাশরাফি, বৈশ্য, সুজন এবং রফিক চারজনই নেন দুটি করে উইকেট। সেই ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৩১ রান এবং বল হাতে দুই উইকেট শিকার করায় ম্যাচ সেরার পুরষ্কার হাতে ওঠে আজকের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  

দেখে নিন ২০০৪ সালে টাইগারদের ভারত বধের সেই ভিডিওটি- 

আরো পড়ুন: this topic