ধবলধোলাই বাঁচাতে মরিয়া উইন্ডিজ

আন্তর্জাতিক
ধবলধোলাই বাঁচাতে মরিয়া উইন্ডিজ
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

ক্রাইস্টচার্চে মঙ্গলবার সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড এবং সফরকারী উইন্ডিজ (বাংলাদেশ সময় ভোর চারটা)। দুই ম্যাচে হেরে ইতিমধ্যেই সিরিজ হেরেছে উইন্ডিজ। তৃতীয় ওয়ানডে জিতে ধবলধোলাই এড়াতে চায় তারা।

দলের কোচ স্টুয়ার্ট 'ল জানিয়েছেন, "কথা বলে লাভ নেই। এই ম্যাচে ভালো করতে হবে। আগের ম্যাচে ২৫ ওভারে ৩০০ তাড়া করতে গিয়েছি, অথচ আমাদের ৫০ ওভার খেলার কথা ছিল! এজন্যই ম্যাচ হেরেছি। আমাদের আরও ভালো খেলতে হবে।"

অপরদিকে এই ম্যাচে হেসে খেলেই কাটাতে চায় নিউজিল্যান্ড। দলের ওপেনার জর্জ ওয়াকার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, "ক্রিসমাসের দিন ব্যতিক্রমী ভাবে শুরু হবে। শুধুই মাঠে নেমে উদযাপন করার মতো খেলতে চাই।"

ম্যাচে নিউজিল্যান্ডের একাদশ পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে উইন্ডিজ দলে ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন গেইল। আর সেক্ষেত্রে কাইল হোপের পরিবর্তে একাদশে ঢোকার বেশি সম্ভাবনা তার। 

নিউজিল্যান্ড (সম্ভাব্য একাদশ)- জর্জ ওয়ার্কার, কলিন মুনরো, নেইল ব্রুম, রস টেইলর, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), হেনরি নিকোলস, টড অ্যাস্টল, ডগ ব্রেসওয়েল, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

উইন্ডিজ (সম্ভাব্য একাদশ)- ক্রিস গেইল / কাইল হোপ, ইভিন লুইস, শায় হোপ (উইকেটরক্ষক), শিমরন হ্যাটমিয়ার, জেসন মোহাম্মদ, জেসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, অ্যাশলি নার্স, নিকিতা মিলার, শেলডন কট্রেল, শ্যানন গ্যাব্রিয়েল।

আরো পড়ুন: this topic