দক্ষিণ আফ্রিকা সিরিজে উপেক্ষিত অশ্বিন-জাদেজা

ছবি:

আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ৬ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। ১৭ সদস্যের এই স্কোয়াডে ভারতের ওয়ানডে দলের নিয়মিত সদস্যরা জায়গা করে নিলেও উপেক্ষিতই রয়ে গেছেন দুই স্পিন অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন ও রবিন্দ্র জাদেজা।
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডজ সফরে শেষ ওয়ানডে খেলেছেন এ স্পিনারদ্বয়। অশ্বিন ও জাদেজার পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন জুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। তবে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে দলে না থাকলেও টেস্ট দলে আছেন এই দুই স্পিনার।
এমনকি দলে ফিরেছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলিও। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে ছুটিতে থাকা কোহলি নেতৃত্বভার নিয়েই দলে ফিরছেন। এছাড়াও নিয়মিত ব্যাটসম্যান ও বোলারদের নিয়েই দল সাজিয়েছে ভারত।

তবে অফ-ফর্মে থাকা আজিঙ্কা রাহানেকেও দলে রেখেছেন ভারতীয় নির্বাচকরা। এমনকি দক্ষিণ আফ্রিকার পেস বান্ধব উইকেটের কথা বিবেচনায় রেখে চার পেসারকে দলে রেখেছে ভারতের টিম ম্যানেজমেন্ট।
দলে জায়গা পেয়েছেন নতুন মুখ শার্দূল ঠাকুর। ২৬ বছর বয়সী মহারাষ্ট্রের এই বোলার প্রথমবারের মত দলে সুযোগ পেয়েছেন। কিন্তু দলে রাখা হয়নি অভিজ্ঞ পেসার উমেশ যাদবকে। সর্বশেষ ঘরের মাঠে অজিদের বিপক্ষে ভারতের হয়ে ওয়ানডে দলে খেলেছেন যাদব।
উল্লেখ্য ২০১৮ সালের শুরুতে ৩ টেস্ট ৬ ওয়ানডে ও ৩ টি-টুয়েন্টি খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত দল। জানুয়ারির ৫ তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট। এছাড়াও ফেব্রুয়ারির প্রথম দিকেশুরু হবে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ। আর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি শুরু হবে ১৮ই ফেব্রুয়ারি।
ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, মনিষ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্রা সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্ধিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, জুবেন্দ্র চাহাল, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সামি, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর।
ছবিঃ গেটি ইমেজ