শেহজাদ-ইমাদদের ছাড়াই নিউজিল্যান্ড যাচ্ছে পাকিস্তান

ছবি:

নতুন বছরের শুরুতেই নিউজিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দু'দলের লড়াই।
এদিকে শনিবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত এই দল থেকে বাদ পড়েছেন ওপেনিং ব্যাটসম্যান আহমেদ শেহজাদ।
শেহজাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ওপেনার আজহার আলী। তাঁর পাশাপাশি দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আমির। চোটের কারণে গত অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে খেলতে পারেননি তিনি।

তবে চোটের কারণে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই বাঁহাতি পেসার উসমান খান ও জুনাইদ খান। একই কারণে ছিটকে গিয়েছেন ইমাদ ওয়াসিমও। তাঁর পরিবর্তে দলে এসেছেন বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।
২০১৫ সালের নভেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা পেস বোলিং অলরাউন্ডার আমির ইয়ামিনও দলে ফিরেছেন। আগামী ৬ই জানুয়ারি ওয়েলিংটনে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড:
সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক ও অধিনায়ক), আজহার আলী, ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, হ্যারিস সোহেল, ফাহিম আশরাফ, শাদাব খান, হাসান আলী, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, রুম্মান রইস ও আমির ইয়ামিন।