বাটলারের চোখে উনিশ বিশ্বকাপের ডার্ক হর্স বাংলাদেশ

ছবি:

আর মাত্র দেড় বছর পরই ইংল্যান্ডে বসতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ক্রিকেট। ক্রিকেটের সবচেয়ে এই বড় আসরকে ঘিরে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে অংশগ্রহনকারী দলগুলো।
বিশ্বকাপের মত বড় আসরে সবদলই চায় নিজেদের সেরাটা দিয়ে দেশের জন্য শিরোপা নিয়ে আসতে। প্রতিটি খেলোয়াড়ের একবার ইচ্ছে থাকে বিশ্বকাপ জয়ের পর হাতে নেয়ার।
ইংল্যান্ডের উইকেট রক্ষক জস বাটলারও এর ব্যাতিক্রম নন। ২০১৯ সালে ঘরের মাঠে ইংলিশদের হাতেই বিশ্বকাপ দেখতে চান তিনি। তার মতে ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ার কারনে ইংলিশরাই এগিয়ে থাকবে এই দৌড়ে।

তবে বাংলাদেশকেও এই দৌড়ে এগিয়ে রাখছেন তিনি। কয়েকদিন আগেই বিপিএলের পঞ্চম আসর শেষে দেশে ফিরে গিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে।
কুমিল্লাকে শিরোপা এনে দিতে না পারলেও বিশ্বকাপে ইংল্যান্ডকে ঠিকই শিরোপা এনে দিতে চান এই হার্ড হিটার। এছাড়াও ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে ডার্ক হর্স মানছেন তিনি। একাত্তর টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন,
নিজেদের মাটিতে খেলা, দলটাও আমার দেখা অন্যতম সেরা দল। আগামী দেড় বছরে আমরা আরও অভিজ্ঞ হবো। তাই ইংলিশরাই ফেভারিট। আর ২০১১ এবং ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে আমরা হেরেছি।
গেলো বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছে। আর প্রায় একই দল নিয়ে তারা ২০১৯ বিশ্বকাপেও খেলবে। ফেভারিট বলছিনা তবে বিশ্বকাপের ডার্ক-হর্স বাংলাদেশ।