দুর্ঘটনার কবলে স্মিথ রুটরা

আন্তর্জাতিক
দুর্ঘটনার কবলে স্মিথ রুটরা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

অস্ট্রেলিয়া ফ্লিন্ডারস স্ট্রিটে বিকাল ৫ টার (অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী) দিকে এক কার দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় মেলবোর্নের ঐ সড়কে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াডে থাকা ক্রিকেটাররাও ছিল।

কিন্তু দুর্ঘটনায় ১৪-১৬ জন হতাহত হলেও অক্ষত আছে ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবি'র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,

'অস্ট্রেলিয়া মেলবোর্নের ফ্লিন্ডারস স্ট্রিটে গাড়ি দুর্ঘটনার পর দলের ক্রিকেটাররা ও টিম ম্যানেজমেন্টের সবাই কোন নিরাপদে আছে।'

কিন্তু এই বিষয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ) থেকে এখনো কোন কিছু জানানো হয়নি। এদিকে, বৃহস্পতিবার বিকেলে ক্রিসমাসকে সামনে রেখে অস্ট্রেলিয়ার এই সড়কে মানুষের চলাচল বেড়ে যায়।

এমন সময় বিকাল ৫ টার দিকে হটাৎ করে একটি গাড়ি পথচারীদের ভিতরে ঢুকে পড়ে। এমন সময় এই সড়কে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররাও এই সড়কে অবস্থান করছিল। তবে ক্রিকেটারদের কোন ধরনের হতাহত হয়নি।

কিন্তু ১৪-১৬ জন পথচারী হতাহত হয়। তবে বিষয়টি ইচ্ছাকৃত ভাবে ঘটানো বলে আখ্যায়িত করেন মেলবোর্ন পুলিশ। এমনকি পুলিশ গাড়ির ড্রাইভারসহ দুইজনকে আটক করেন। 

আরো পড়ুন: this topic