২০১৭ঃ বোলারদের ভুলে যাওয়ার বছর

ছবি:

কেমন কাটলো টাইগারদের ২০১৭ সাল? সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে ২০১৭ সালে ২৭ ম্যাচে মাত্র ৭ টিতয়ে জয় পেয়েছে টাইগাররা। আপাত দৃষ্টিতে ২৭ ম্যাচে ৭ জয় খুব একটা মানানসই মনে না হলেও টাইগাররা ২৭ ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র দুইটি ম্যাচ খেলেছে নিজেদের মাঠে। এছাড়া ২৫ টি ম্যাচ খেলতে হয়েছে ভিন্ন দেশে।
টাইগার ক্রিকেটাররা ব্যাটে বলে খুব একটা আহামরি স্বাচ্ছন্দ্যে না থাকলেও বেশ কয়েকটি কীর্তিতে নিষ্প্রভ ২০১৭ সালকে ভালোই আলোকিত করেছে তাঁরা। উদাহরণ হিসেবে এবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের কীর্তি ভোলার মত নয়। এমনকি লঙ্কানদের মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে সমানে সমানে লড়ে শিরোপা ভাগাভাগি করে দেশে ফিরেছিল টাইগাররা।
এছাড়াও, এবছর ঘরের মাঠে টেস্টে অজিদের হারিয়ে সমতায় থেকে টেস্ট সিরিজ শেষ করে নিজেদের দক্ষতার পরিচয় দেয় দেশের ক্রিকেটাররা। কিন্তু বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ হেরে বছরের শেষটা বাজেভাবেই পার করেছে সাকিব-তামিম-মাশরাফিরা।
অম্ল-মধুর স্বাদ নিয়ে ২০১৭ সালটা পার করে দেশের ক্রিকেটাররা। কিন্তু বল হাতে ২০১৭ সালটা কেমন পার করেছে সাকিব-মুস্তাফিজরা। উইকেট শিকারের দিক থেকে দেশি বোলারদের মধ্যে কারা আছে সেরাদের তালিকায়। চলুন সেই উত্তর খুঁজি...

গত কয়েক বছরের মত এবছরও বাংলাদেশের হয়ে সেরা উইকেট শিকারি অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৩৩ ইনিংসে ৪৩ উইকেট শিকার করেছেন সাকিব। ৪৩ উইকেটের ২৯ টা শিকার করেন টেস্টে। তবে ওয়ানডেতে যেন বেশ ম্লান ছিলেন তিনি। ১৪ টি ওয়ানডেতে মাত্র ৬ উইকেট শিকার করেন দেশ সেরা এই অলরাউন্ডার।
এছাড়া ৭ টি-টুয়েন্টি ম্যাচ খেলে ৮ টি উইকেট তুলে নেন দেশের এই ফরম্যাটের অধিনায়ক। ২০১৭ সালে উইকেট শিকারের তালিকায় সাকিবের পরের অবস্থানে আছেন মুস্তাফিজুর রহমান। ৩৫ উইকেট শিকার করে এবছর দেশের দ্বিতীয় সেরা বোলার কাটার মাষ্টার। ৬ টেস্টে ১৬ উইকেটের পাশাপাশি ১১ ওয়ানডেতে ১৪ উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার।
এছাড়া ৪ টি-টুয়েন্টি ম্যাচ খেলে ৫ উইকেট তুলে নেন বছরের অনেকটা সময় ইনজুরিতে থাকা এই বোলার। দেশের হয়ে এবছর সেরা উইকেট শিকারির তালিকায় সাকিব-মুস্তাফিজের পরের অবস্থানে আছেন অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। এবছর সবমিলিয়ে ৩২ উইকেট তুলে নিয়ে দেশের তৃতীয় সেরা এই বোলার।
৮ টেস্টে ২৪ উইকেটের পাশাপাশি ৭ ওয়ানডেতে ৬ উইকেট নেন মিরাজ। এছাড়া তিন ম্যাচ খেলে টি-টুয়েন্টিতে ২ উইকেট তুলে নেন এই বোলার। দুই স্পিনারের মাঝে একমাত্র পেসার হিসেবে জায়গা করে নেন মুস্তাফিজ।
তবে এই তিন বোলারই এবছর ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৩০ উইকেটের বেশি পেলেও আর কোন বোলার ২০ উইকেটও পায়নি। চতুর্থতে থাকা রুবেল হোসেন নেন ১৯ টি উইকেট। সবমিলিয়ে, ২০১৭ সালে ১৭ ম্যাচে পরাজয় নিয়ে মাঠ ছাড়ার অন্যতম নেপথ্যে ছিল দেশের বোলাররা।