ব্র্যাডম্যানের আরও কাছে স্মিথ

ছবি:

প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। অ্যাশেজ সিরিজের প্রথম তিন টেস্টে একটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি হাঁকিয়ে ইতিমধ্যে অ্যাশেজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
পার্থ টেস্টের প্রথম ইনিংসে স্মিথের ২৩৯ রানের অবিশ্বাস্য ইনিংসে ভর করে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। একই সাথে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে নিজেকে ছাড়িয়ে গেছেন তিনি।
অবিশ্বাস্য ফর্মে থাকায় নিজের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন স্মিথ। আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্টে (৯৪৫) পৌঁছে গেছেন তিনি।

একই সাথে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা কিংবদন্তী স্যার ডন ব্র্যাডম্যানের অর্জন করা সর্বোচ্চ রেটিং পয়েন্টের (৯৬১) খুব কাছে নিয়ে গেছেন নিজেকে।
১৯৪৮ সালে ভারতের বিপক্ষে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন ব্র্যাডম্যান। টেস্ট ক্রিকেটে ৬২ গড়ে রান তোলা স্টিভ স্মিথ যেভাবে খেলছেন, সেই ধারা বজায় রাখলে ব্র্যাডম্যানের রেটিং পয়েন্টের রেকর্ডকেও ছাড়িয়ে যাবেন স্মিথ।
আইসিসি র্যাঙ্কিংয়ে স্মিথের পরেই ৮৯৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছেন আরেক রান মেশিন ভিরাট কোহলি। ৮৭৩ রেটিং পয়েন্টে তৃতীয় অবস্থান আরেক ভারতীয় চেতেশ্বর পুজারার। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের জো রুট আছেন চতুর্থ ও পঞ্চম অবস্থানে।