নতুন কোচের মেয়াদ ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত!

ছবি:

অতি শিঘ্রই
জানা গিয়েছে খুব তাড়াতাড়ি জানা যাবে বাংলাদেশ দলের হেড কোচের নাম। হাথুরুসিংহে চলে যাওয়ার পর বাংলাদেশ দলের জন্য তার চেয়েও ভালো কোচের খোঁজে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে নতুন কোচ নিয়োগ দিলেও তার সঙ্গে বেশী সময়ের জন্য চুক্তি করবেনা বিসিবি। সর্বোচ্চ দুই বছরের জন্য তার কাঁধে তুলে দেয়া হবে বাংলাদেশ দলের দায়িত্ব। ২০১৯ বিশ্বকাপের পরই আবারও নতুন কোচের খোঁজে নামবে বিসিবি।

কিন্তু এই বিষয়ে কোন তাড়াহুড়ো করতে চায়না বোর্ড। আইসিসি'র এফটিপি'তে বাংলাদেশ দলের ব্যস্ত সূচি থাকায়, কোচ নির্বাচনে বিচক্ষণতার পরিচয় দিতে চান নীতি নির্ধারকরা।
এমনটাই জানিয়েছেন বিসিবি'র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, 'আমরা নতুন কোচের ব্যাপারে আলাপ আলোচনা করেছি। যদিও এখনও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। বিসিবি প্রধান কয়েকজনের সাথে কথাও বলেছেন। এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা কে হবেন হেড কোচ।'
আর কোচের পদে দায়িত্ব নিতে ইতিমধ্যে বাংলাদেশে এসে পরীক্ষা দিয়েছেন বেশ কয়েকজন। টাইগারদের সাবেক কোচ রিচার্ড পাইবাস এসেছিলেন সবার আগে। পাইবাসের পর বাংলাদেশে আসেন ফিল সিমন্স। তবে এই দুজনের কাউকেই দায়িত্ব দেয়া হবেনা বলেও ধারণা করা যাচ্ছে।
এছাড়া অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনের নামও উচ্চারিত হয়েছে বহুবার। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত আসতে সময় লাগবে আরো কিছুদিন।