promotional_ad

সেই সুজনই এখন আফ্রিদির কোচ

promotional_ad

শহিদ আফ্রিদির দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনের। একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিচরণ করেছেন সুজন ও আফ্রিদি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সমসাময়িক সময়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সেই সুজনের কোচিংয়ের অধীনেই খেলছেন পাকিস্তানের আফ্রিদি। 


বিপিএলে এবারের আসরে ঢাকা ডাইনামাইটসকে প্রশিক্ষণ দিচ্ছেন ৪৬ বছর বয়সী খালেদ মাহমুদ সুজন। অন্যদিকে, ডাইনামাইটসের হয়ে খেলছেন ৩৭ বছর বয়সী পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি। এতেই একসাথে আন্তর্জাতিক ক্রিকেট খেলা দুইজনকে গড়তে হয়েছে গুরু-শিষ্যের সম্পর্ক। 


তবে গুরু সুজনের আগে শিষ্য আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। ১৯৯৬ সালে মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তানের ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় আফ্রিদির। ঠিক দুই বছর পর ১৯৯৮ সালে ২৭ বছর বয়সে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন খালেদ মাহমুদ সুজন। 


এদিকে, ৮ বছর আন্তর্জাতিক বিচরণ করেই ২০০৬ সালে অবসর নেন বাংলাদেশী অলরাউন্ডার সুজন। ১১ বছর আগে ক্রিকেট ছাড়লেও বর্তমানে কোচিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন দেশের সাবেক এই ক্রিকেটার। 



promotional_ad

অন্যদিকে, ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটিয়ে ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তবে, এখনো বিভিন্ন দেশের টি-টুয়েন্টির ঘরোয়া টুর্নামেন্টে খেলেছেন আফ্রিদি।


আন্তর্জাতিক ক্রিকেটে গুরুর তুলনায় শিষ্যের পরিচিতিতে বেশ এগিয়ে। বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়ের কান্ডারি হলেও আন্তর্জাতিক ক্রিকেট পরিসরে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি সুজন।


সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮০ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১২৫৭ করেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন সুজন। 


অন্যদিকে, ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাটে-বলে ভালোই খ্যাতি অর্জন করেছেন আফ্রিদি। ঝড়ো ব্যাটিংয়ের জন্য পেয়েছেন বুম-বুম আফ্রিদি তকমা। শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটেই করেছেন ৮ হাজারের বেশি রান।



আর একদিনের ক্রিকেটে বল হাতে শিকার করেছেন ৩৯৫ টি উইকেট। সবমিলিয়ে, বিপিএলে সেই ব্যাটে-বলে নিজের তুলনায় কম পরিচিতির সুজনের কাছ থেকেই ক্রিকেট দীক্ষা নিতে হচ্ছে আফ্রিদিকে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball