আগামী বিশ্বকাপে টাইগারদের দারুণ সুযোগ দেখছেন আশরাফুল

ছবি:

বাংলাদেশ ক্রিকেট দল ২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের জন্য মুখিয়ে আছে। টাইগার ক্রিকেটাররা এখন থেকেই নিজেদের তৈরি করছে এই বৈশ্বিক আসরের জন্য। আগামী বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো সম্ভাবনা দেখছেন টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
তিনি মনে করেন গত তিন-চার বছরের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা রাখে বাংলাদেশ দল। সামনের দুই বছর পারফরমেন্সের গ্রাফটা উন্নতির দিকে রাখলে এটা অবশ্যই সম্ভব বলে জানিয়েছেন আশরাফুল।
এই সাবেক অধিনায়কের ভাষ্যমতে, "বাংলাদেশের ১৬ কোটি মানুষই আশা করছে ২০১৯ বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ দল। গত তিন বছর আমরা যেভাবে ক্রিকেট খেলেছি, আর সামনের দুই বছর এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এটা অবশ্যই সম্ভব।"

সাকিব-তামিম-মুশফিকরা আরও দুটি বিশ্বকাপ খেলতে পারবেন বলে বিশ্বাস আশরাফুলের। ততদিনে টাইগারদের ভবিষ্যৎ সেনানীরাও তৈরি হয়ে যাবে বলেও মনে করেন তিনি।
এই প্রসঙ্গে আশরাফুল বলেন, "সাকিব-তামিম-মুশফিক আরও দুইটি বিশ্বকাপ খেলতে পারবে বলে বিশ্বাস আমার। তখন আমাদের যে তরুণ ক্রিকেটাররা আছে, মোসাদ্দেক, সৌম্য, সাব্বির এরা অভিজ্ঞ হয়ে যাবে।"
টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ দলে খেলে ৮-৯ বছর ধরে বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট নিজের করে রেখেছেন। মোসাদ্দেক হোসেন ও মেহেদী হাসান মিরাজদের মধ্যে ভবিষ্যতের সাকিবকে দেখছেন মোহাম্মদ আশরাফুল।
তিনি জানিয়েছেন, "আমরা আসলে খুব ভাগ্যবান যে আমাদের দলে খেলে গত ৮-৯ বছর ধরে সে বিশ্বসেরা অলরাউন্ডার। ভবিষ্যতে মোসাদ্দেকের মধ্যে অলরাউন্ডার হওয়ার সামর্থ্য আছে, মেহেদী হাসান মিরাজের মধ্যে আছে।"