৬৬ কোটি টাকা জরিমানার কবলে বিসিসিআই!

আন্তর্জাতিক
৬৬ কোটি টাকা জরিমানার কবলে বিসিসিআই!
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

ক্রিকেটের অন্যতম শক্তিশালী ক্রিকেট বোর্ড বিসিসিআইকে ৮০ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। জানা গেছে আগামী ৬০ দিনের মধ্যে জরিমানার এই অর্থ পরিশোধ করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার নিয়ে চুক্তি ভঙ্গ করায় কম্পিটিটিভ কমিটি অব ইন্ডিয়া (সিসিআই) বিসিসিআইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। আর এরই পরিপ্রেক্ষিতে জরিমানা করা হয় বিসিসিআইকে।

৪৪ পৃষ্টার এক আদেশে সিসিআই জানিয়েছে ২০১৩-১৪, ২০১৪-১৫ এবং ২০১৫-১৬-এই তিন অর্থবর্ষে ১ হাজার ১৬৪.৭ কোটি টাকা আয় হয়েছে বিসিসিআইয়ের। আর এই আয়ের ৪.৪৮ শতাংশ অর্থাৎ ৫২.২৪ কোটি টাকা জরিমানা দিতে হবে বিসিসিআইকে।

বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ৬৬ কোটি ৩৮ লাখ টাকা। বিসিসিআইয়ের বিরুদ্ধে সিসিআইয়ের মূল অভিযোগ হলো, আইপিএলের প্রতি বোর্ডের অতিরিক্ত আগ্রহ দেশের বাকি পেশাদার ঘরোয়া ক্রিকেট লীগগুলোতে প্রভাব ফেলছে।

পাশাপাশি পেশাদার ঘরোয়া ক্রিকেট লীগে বাণিজ্যিক সাফল্য পাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেছে আইপিএলের ফলে। আর এর ওপর ভিত্তি করেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে জরিমানার সিদ্ধান্ত নেয় তারা।  অবশ্য এর আগেও ২০১৩ সালেও বিসিসিআইকে জরিমানা করেছিলো সিসিআই। 

এদিকে, আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা সংবাদ সংস্থা এএনআইকে এই প্রসঙ্গে জানিয়েছেন প্রথমে বিষয়টি ভালোভাবে জানার পর প্রয়োজনে কোর্টে যাবেন তারা। শুক্লা বলেন,  ‘আমরা প্রথম এই বিষয়টি নিয়ে ভালো করে জানব। প্রয়োজনে আমরা কোর্টেও যাবো।

তবে জরিমানা করা নিয়ে এখনও বিসিসিআই কোনো বিবৃতি দেয়নি।

আরো পড়ুন: this topic