অবশেষে স্টোকস তদন্তের সমাপ্তি

ছবি:

২৭ই সেপ্টেম্বর ব্রিস্টলে ঘটে যাওয়া ঘটনার তদন্ত শেষ করেছে ইংল্যান্ড পুলিশ। এমনকি তদন্ত রিপোর্ট ইংল্যান্ডের অপরাধ বিষয়ক সর্বোচ্চ আদালতে হস্তান্তর করেছে ইংল্যান্ড পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ডের অ্যাভন ও সমারসেট রাজ্যের পুলিশ।
এবছরের ২৭ই সেপ্টেম্বরে ব্রিস্টলে এক নাইট ক্লাবের সামনে মারামারিতে জড়িয়ে পড়েন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। এতে ২৭ বছরের এক যুবক চেখে মারাত্মক আঘাত পায়। এর পরেই বিষয়টি পুলিশের অধীনে আসে। তবে দুই মাস পরে এসে ইংল্যান্ড পুলিশ তদন্ত শেষ করে। এমনকি তারা এই বিষয়ে এখন তাদের অবস্থান জানাতে প্রস্তুত বলে জানায় ইংল্যান্ড পুলিশ।
ইংল্যান্ড পুলিশ ক্লিপটন জানান 'ব্রিস্টলের কুইন্স রোডে ২৭ বছর বয়সী এক ব্যক্তি চোখে মারাত্মক জখম পায়। ২৭ সেপ্টেম্বরে ব্রিস্টলে ঘটে যাওয়া সেই ঘটনার তদন্ত বিষয়ক সর্বশেষ খবর প্রকাশ করতে আমরা এখন প্রস্তুত।'

প্রথমদিকে, সন্দেহজনক ভাবে পুলিশ ইংলিশ ক্রিকেটারকে আটক করে। পরবর্তীতে শর্তসাপেক্ষে মুক্তি দিলেও বিষয়টি পুলিশে তদন্তাধীন থাকে। তবে তদন্ত চলাকালীন ঘটনার সাথে জড়িত তিনজন ব্যক্তি স্বেচ্ছায় থানায় এসে তাদের মতামত জানায় বলেও জানায় পুলিশ। সবমিলিয়ে, তদন্ত শেষ করে বিষয়টি সর্বোচ্চ আদালতে কাছে হস্তান্তর করে ইংল্যান্ড পুলিশ। এখন আদালতের মতামতে অপেক্ষায় আছেন বলেও জানায় তারা।
ইংল্যান্ড পুলিশ জানায়, 'ঘটনার প্রেক্ষিতে সরাসরি মারামারিতে জড়িত হওয়ায় ২৬ বছর বয়সী (বেন স্টোকস) একজনকে আটক করা হয়। পরে বিষয়টি তদন্তাধীন রেখে তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে ২৬,২৭ ও ২৮ বছর বয়সী তিনজন থানায় এসে স্বেচ্ছায় তাদের সাক্ষাৎকার দেয়। আজ (২৯ নভেম্বর) আমরা আমাদের তদন্ত রিপোর্ট সর্বোচ্চ আদালতে পাঠিয়েছি। আপাতত আমরা তাদের মতামতের অপেক্ষায় আছি।'
এদিকে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইংল্যান্ড দল থেকেও আপাতত উপেক্ষিত বেন স্টোকস। সুযোগ হয়নি ইংলিশদের অ্যাশেজ দলে। তবে তদন্ত শেষে নির্দোষ প্রমানিত হলে হয়ত ইংলিশদের অ্যাশেজ দলেই ফিরতে পারেন এই তারকা অলরাউন্ডার।