মাহাত্রে-সূর্যবংশীদের নিয়ে এশিয়া কাপে যাচ্ছে ভারত

যুব এশিয়া কাপ
মাহাত্রে-সূর্যবংশীদের নিয়ে এশিয়া কাপে যাচ্ছে ভারত
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
১২ ডিসেম্বর দুবাইয়ে পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আগামী আসরের। ৫০ ওভারের যুব এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আসন্ন এশিয়া কাপে ভারতের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে আয়ুশ মাহাত্রেকে। ডানহাতি ব্যাটারের ডেপুটি হিসেবে থাকবেন ভিহান মালহোত্রা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মাহাত্রে। রুতুরাজ গায়কোয়াড়ের চোটে সুযোগ পেয়ে প্রায় ১৮৯ স্ট্রাইক রেটে ৭ ম্যাচে ২৪০ রান করেছিলেন তিনি। তবে আইপিএলের পর থেকেই ধারাবাহিকভাবে রান করতে পারছেন না তিনি। সবশেষ ইংল্যান্ড সফরে চারটি একদিনের ম্যাচ খেলে মাত্র ২৭ রান করেছিলেন।

তবে সাদা পোশাকের ক্রিকেটে দুই ম্যাচে ৩৪০ রান করে সবার উপরে ছিলেন মাহাত্রে। পরবর্তীতে অস্ট্রেলিয়া সফরে তিনটি একদিনের ম্যাচে করেছিলেন ১০ রান। যুব টেস্টে করেছিলেন ৩৮ রান। ভারতের ঘরোয়া ক্রিকেটে চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। যেখানে সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে খেলা ম্যাচও আছে। ৪ ম্যাচে ২৬ গড়ে ১৫৬ রানের বেশি করতে পারেননি মাহাত্রে।

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে রেলওয়েজের বিপক্ষে ১৮ রান করেছেন। তবে যুব এশিয়া কাপে ভারতের অধিনায়ক হওয়ার দিনে ব্যাট হাতে জ্বলে উঠেছেন তিনি। বৈদর্ভর বিপক্ষে সমান ৮টি করে ছক্কা ও চারে ৫৩ বলে অপরাজিত ১১০ রানের ইনিংস খেলেছেন তিনি। মাহাত্রের পাশাপাশি যুব এশিয়া কাপে খেলবেন বৈভব সূর্যবংশীও।

৫০ ওভারের যুব এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত। তাদের প্রতিপক্ষ হিসেবে খেলবে পাকিস্তান এবং বাছাই পর্ব পেরিয়ে আসা দুইটি দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। ১২ ডিসেম্বরে বাছাই পর্ব উতরে আসা একটি দলের বিপক্ষে এশিয়া কাপ মিশন শুরু করবে।

যুব এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড— আয়ুশ মাহাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, ভিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), ভেদান্ত ত্রিভেদী, আভিয়ান কুন্দু, হারভানশ সিং, যুবরাজ গোহিল, কানিশ চৌহান, খিলান প্যাটেল, নামান পুশপাক, ডি দীপেশ, হেনিল প্যাটেল, কিশান কুমার, উধাব মোহন এবং অ্যারন জর্জ

স্ট্যান্ডবাই— রাহুল কুমার, হেমচুদেশান জে, বি.কে কিশোর, আদিত্য রাওয়াত।

আরো পড়ুন: বৈভব সূর্যবংশী