রাইজিং এশিয়া কাপে শ্রীলঙ্কার স্কোয়াডে জাতীয় দলে খেলা একঝাঁক তারকা

আন্তর্জাতিক
রাইজিং এশিয়া কাপে শ্রীলঙ্কার স্কোয়াডে জাতীয় দলে খেলা একঝাঁক তারকা
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সবশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কার দলে ছিলেন দুনিথ ওয়েলালাগে। আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচও খেলেছিলেন স্পিন বোলিং এই অলরাউন্ডার। এখনো পর্যন্ত লঙ্কানদের হয়ে একটি টেস্ট, ৩১ ওয়ানড এবং ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন ওয়েলালাগে। চলতি নভেম্বরে কাতারের দোহায় মাঠে গড়াতে যাওয়া রাইজিং স্টার্স এশিয়া কাপে শ্রীলঙ্কা ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন তিনি।

ওয়েলালাগেকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বাঁহাতি এই স্পিন বোলিং অলরাউন্ডার ছাড়াও বিভিন্ন সময়ে জাতীয় দলের হয়ে খেলা লেগ স্পিনার বিজয়াকান্ত বিশ্বকান্ত, শাহান আরাচিগে, অলরাউন্ডার মিলান রত্নায়েকে, রমেশ মেন্ডিস, টপ অর্ডার ব্যাটার নুয়ান্দো ফার্নান্দো, নিশান মাদুশকা এবং পেসার প্রমোদ মাদুুশান স্কোয়াডে আছেন।

বেশিরভাগ ক্রিকেটারই ধারাবাহিকভাবে জাতীয় দলের হয়ে একাদশে নিজেদের জায়গা ধরে রাখতে পারেননি। ওয়েলালাগে, নুয়ান্দো এবং মাদুশকা সবশেষ কয়েক মাসে শ্রীলঙ্কার হয়ে সাদা বলের ক্রিকেট খেলেছেন। গত জুনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছেন রত্নায়েকে। ২০২৪ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি মাদুশান।

জাতীয় দলের হয়ে ডাক পেলেও এখনো অভিষেক হয়নি ভিশেন হালামবাগের। তবে এখনো শ্রীলঙ্কার হয়ে অভিষেক হয়নি ২০ বছর বয়সি ব্যাটিং অলরাউন্ডারের। সবশেষ কয়েক মাসে জায়গায় হয়নি মেন্ডিসেরও। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। ওয়ানিন্দু হাসারাঙ্গার চোটে বিভিন্ন সময় জাতীয় দলে সুযোগ পেয়েছেন বিজয়াকান্ত। তিনিও আছেন দলে।

আগামী ১৪ নভেম্বর থেকে কাতারের দোহায় অনুষ্ঠিত হবে রাইজিং এশিয়া কাপ। টেস্টে খেলুড়ে দেশ হিসেবে টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও আফগানিস্তান। তাদের সঙ্গে দেখা যাবে হংকং, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতকে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গে আছে আফগানিস্তান, হংকং ও বাংলাদেশ। ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে থাকছে ওমান, পাকিস্তান এবং আরব আমিরাত।


রাইজিং স্টার্স এশিয়া কাপে শ্রীলঙ্কার স্কোয়াড— দুনিথ ওয়েলালাগে (অধিনায়ক), ভিশেন হালামবাগে, নিশান মাদুশকা, নুয়ান্দো ফার্নান্দো, লাসিথ ক্রুসপুল্লে, রমেশ মেন্ডিস, কাভিন্দু ডি লিভেরা, শাহান আরাচিগে, আহান বিক্রমাসিংহে, প্রমোদ মাদুশান, গারুকা সংকেত, ইশিথা বিজয়াসুন্দারা, মিলান রত্নায়েকে, বিজয়াকান্ত বিশ্বকান্ত এবং ট্রাভিন ম্যাথু।

আরো পড়ুন: রাইজিং স্টার্স এশিয়া কাপ