সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন উইলিয়ামস। জেডসি পরে এক অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে জানতে পারে, তিনি মাদকাসক্তির সমস্যায় ভুগছেন। বোর্ডের কাছে স্বীকারোক্তি দেয়ার পর উইলিয়ামস স্বেচ্ছায় পুনর্বাসন কার্যক্রমে যোগ দিয়েছেন বলে জানানো হয়।
এক বিবৃতিতে জেডসি জানায়, উইলিয়ামসের শৃঙ্খলাজনিত সমস্যা ও বারবার দলে অনুপস্থিত থাকা দলের প্রস্তুতি এবং পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে। বোর্ডের ভাষায়, 'জেডসি আশা করে চুক্তিবদ্ধ সব ক্রিকেটার পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দলীয় নীতিমালা ও ডোপবিরোধী নিয়ম মেনে চলবে।'
বোর্ড আরও জানিয়েছে উইলিয়ামসের বর্তমান কেন্দ্রীয় চুক্তি ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হবে এবং এরপর তা নবায়ন করা হবে না। অর্থাৎ প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের।
২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উইলিয়ামসের। তিন সংস্করণ মিলিয়ে জিম্বাবুয়ের হয়ে তিনি করেছেন আট হাজারের বেশি রান। সবচেয়ে সফল ওয়ানডেতে, ১৬৪ ম্যাচে ৩৭.৫৩ গড়ে করেছেন পাঁচ হাজার ২১৭ রান, যার মধ্যে আটটি সেঞ্চুরি ও ৩৭টি ফিফটি রয়েছে। টেস্টে ছয় সেঞ্চুরিতে এক হাজার ৯৪৬ রান এবং টি–টোয়েন্টিতে এক হাজার ৮০৫ রান আসে তার ব্যাটে।
দীর্ঘ ক্যারিয়ারে উইলিয়ামস ছিলেন জিম্বাবুয়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। সাফল্যের পাশাপাশি বিতর্কও পিছু ছাড়েনি তাকে। ক্যারিয়ারের শুরু থেকেই বোর্ডের সঙ্গে টানাপোড়েন, কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান, ইংল্যান্ডে খেলার সিদ্ধান্ত, এসব নিয়েই আলোচনায় ছিলেন তিনি।