২০১৩ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা এসিসি ইমার্জিং টিমস টুর্নামেন্টই এবার নতুন নামে ফিরছে রাইজিং স্টার্স টুর্নামেন্ট হিসেবে। শুরুতে এটি ছিল অনূর্ধ্ব–২৩ আসর, যেখানে বয়সসীমা অতিক্রম করা সর্বোচ্চ তিনজন খেলতে পারতেন। পরে বয়সের সীমা তুলে দেয়া হয়।
জিতেশ ভারতের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১০টি টি-টোয়েন্টি ম্যাচ। পাশাপাশি ভারতের ‘এ’ দলের হয়ে নানা সময় প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা আছে তার। আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা একমাত্র আরেক ক্রিকেটার রমনদিপ সিং, যিনি দুটি টি-টোয়েন্টি খেলেছেন ভারতের হয়ে।
দলের অন্যতম আলোচিত তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশি। ১৪ বছর বয়সেই ঘরোয়া ক্রিকেটে তার নাম ছড়িয়ে পড়েছে। গত আইপিএলে ঝড় তোলা এই ব্যাটার বর্তমানে ভারতের অনূর্ধ্ব–১৯ দলে নিয়মিত পারফর্ম করেন। বিধ্বংসী ব্যাটিংয়ে বয়সভিত্তিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়েন তিনি।
তার সঙ্গে রয়েছেন প্রিয়াংশ আরিয়া, যিনি গত আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ১৭৯.২৪ স্ট্রাইক রেটে করেন ৪৭৫ রান। এ ছাড়া দলে আছেন প্রতিভাবান লেগ স্পিনার হার্শ দুবে, সুয়াশ শর্মা, নামান ধির, নেহাল ওয়াধেরা ও আশুতোষ শর্মার মতো ঘরোয়া পারফরমাররা। রাইজিং স্টার্স টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কাতারের দোহায়। ১৪ নভেম্বর টুর্নামেন্ট শুরু।
ভারত স্কোয়াড: জিতেশ শর্মা (অধিনায়ক), প্রিয়াংশ আরিয়া, বৈভাব সূর্যবংশি, নেহাল ওয়াধেরা, নামান ধির (সহ-অধিনায়ক), সুরিয়ানশ শেগড়ে, রমনদিপ সিং, হার্শ দুবে, আশুতোষ শর্মা, যশ ঠাকুর, গুরজাপনিত সিং, বিজয় কুমার ভাইশাক, যুধবির সিং, অভিষেক পোরেল ও সুয়াশ শর্মা।