তিনি মনে করেন মিডল অর্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন তালাত। সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তানের হয়ে খেলেছিলেন তালাত। ৪ ম্যাচে যদিও ৪৬ রানের বেশি করতে পারেননি। গড় ছিল মাত্র ১৩.৫৫। স্ট্রাইক রেটও একশর নিচে।
বল হাতেও খুব বেশি অবদান রাখতে পারেননি তিনি। ৯ রান খরচায় নিয়েছিলেন ২ উইকেট। ইকোনমি ছিল ৬। আমির চান তালাতকে নিজেকে বিকাশ করার সুযোগ তৈরি করে দিক পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।
পাক প্যাশনকে দেয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, 'আমার মনে হয় হুসেইন তালাতকে খেলানো উচিত। আপনি যদি তার সাম্প্রতিক পিএসএল পারফরম্যান্স দেখেন, কোয়েটার বিপক্ষে আমাদের স্পিনারদের বিরুদ্ধে সে দারুণ খেলেছিল। সে একজন প্রকৃত ব্যাটসম্যান এবং মিডল অর্ডারে কাজে লাগতে পারে।'
বর্তমানে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলছে পাকিস্তান। দুই টেস্টের সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়। এরপর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় দুই দল, যেখানে ২-১ ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। এবার ওয়ানডে সিরিজে মাঠে নামার অপেক্ষায় আছে দুই দল।
৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত হবে পাকিস্তান ও সাউথ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর পাকিস্তান সিরিজ খেলবে শ্রীলঙাক্র বিপক্ষে। ১১ থেকে ১৫ নভেম্বর তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এরপর ১৭ নভেম্বর থেকে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে তারা খেলবে একটি ত্রিদেশীয় সিরিজ।