৩৫ বছর বয়সী হিলি ২০১৩ এবং ২০২২ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। গত আসরে তিনি অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দেন। ক্যাচ মিসের ঘটনায় এবার বিদায় নেয়ার সময় হিলি নিজেকে দায়ী করলেন দলের ব্যর্থতার জন্য।
হিলি বলেন, 'আমি সেখানে (পরের বিশ্বকাপ) থাকব না, বলেই দিচ্ছি। পরের চক্রে তাকানো সৌন্দর্যই এমন, আমরা দেখব কী অপেক্ষায়। আগামী বছরের মাঝামাঝি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, আমাদের দলের জন্য যা রোমাঞ্চকর। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে ক্রিকেটে কিছুটা পালাবদল দেখা যাবে।'
অস্ট্রেলিয়া এ দিন ব্যাটিংয়ে ভালো শুরু করলেও শেষ দিকে দ্রুত উইকেট হারায়। ৩৩৮ রানে অল আউট হয় দলটি। বল হাতে ধারাবাহিকতা রাখতে না পারায় ভারতের ব্যাটাররা সহজেই লক্ষ্য তাড়া করে ফেলে। ম্যাচে কয়েকটি সহজ ক্যাচ ছাড়েন হিলি নিজেও, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
নিজেদের ভুল নিয়েই আক্ষেপ প্রকাশ করেন এই অভিজ্ঞ তারকা। তিনি বলেন, 'ফিরে তাকালে মনে হবে, দায় আমাদের নিজেদেরই। ব্যাট হাতে ভালোভাবে শেষ করতে পারিনি, বোলিং ভালো করিনি এবং মাঠে সুযোগ হাতছাড়া করেছি। তবু শেষের আগের ওভার পর্যন্ত লড়েছি, এটিও ইতিবাচক দিক।'
হিলির মতে, এই হার থেকে শিক্ষা নেয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, 'যথেষ্ট সুযোগ আমরা তৈরি করেছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। আমার নিজেরও দায় আছে। এখানেই আজকে আমরা নিজেদের ডুবিয়েছি। এজন্যই এই হার বেশি হতাশার। এখান থেকে আমরা শিখব, আরও ভালো হব।'