ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিজওয়ানকে অধিনায়কত্ব থেকে সরানোর মূল কারণ ছিল তার বাজির (বেটিং) কোম্পানির প্রচারে অংশ নিতে অস্বীকৃতি। পিসিবির এক সূত্রের বরাত দিয়ে বলা হয়, রিজওয়ান স্পষ্ট জানিয়েছিলেন, তিনি বেটিং কোম্পানিকে সমর্থন বা প্রচার করবেন না।
সূত্রের ভাষ্যে, 'রিজওয়ান পিসিবিকে জানিয়ে দিয়েছিল যে সে বাজির কোম্পানির প্রচারণা করবে না। এটাই ওর অধিনায়কত্ব হারানোর মূল কারণ। সে পিসিবির কিছু সারোগেট বেটিং কোম্পানির সঙ্গে কাজ করায় আপত্তি জানিয়েছিল।'
পিসিবির ঘোষণায় রিজওয়ানের নাম উল্লেখ করা হয়নি। শুধুমাত্র শাহীন আফ্রিদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। জানা গেছে, এই সিদ্ধান্ত নেয়া হয় পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি ও হেড কোচ মাইক হেসনের এক বৈঠকের পর।
গত বছর রিজওয়ানের অধীনে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকায় সিরিজ জিতে পাকিস্তান। যদিও চলতি বছর ঘরের মাঠে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল ব্যর্থতার মুখে পড়ে। এরপর থেকেই অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে।
পিসিবির বিবৃতিতে বলা হয়, 'নির্বাচক কমিটির একটি বৈঠকে, যেখানে সাদা বলের প্রধান কোচ মাইক হেসনও উপস্থিত ছিলেন, সেখানে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবে শাহীন আফ্রিদি।'