আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন পাকিস্তানের আসিফ আলী

ছবি: আসিফ আলী, ফাইল ফটো

পাকিস্তানের হয়ে আসিফ মোট ৭৯টি সাদা বলের ম্যাচ খেলেছেন, যার মধ্যে ৫৮টি টি-টোয়েন্টি এবং ২১টি ওয়ানডে। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স ছিল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৭ বলে ২৫ রান, যা দলকে জয় এনে দেয়।
সেদিকউল্লাহ-ইব্রাহিমের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে হারাল আফগানিস্তান
১৮ ঘন্টা আগে
অবসর নিয়ে ৩৩ বছর বয়সী আসিফ জানান, পাকিস্তানের জার্সি পরা তার জীবনের সবচেয়ে বড় সম্মানের ছিল। দেশের হয়ে খেলা তার জন্য গর্বের বিষয় ছিল। তিনি তার সমর্থক ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্বকাপ চলাকালীন প্রিয় কন্যার মৃত্যুসহ কঠিন সময়গুলো পার করতে তাদের সাহস তাকে সাহায্য করেছে।

২০১২ সালের এক সাক্ষাৎকারে আসিফ বলেছিলেন, 'আমি এমন একটা ফরম্যাটে খেলি, যেখানে প্রতি ওভারে ১০ এর বেশি রান দরকার হতে পারে। এজন্য বড় শট খেলতে হয়। অনুশীলনে আমি প্রতিদিন প্রায় ১০০-১৫০টি ছক্কা মারি, যাতে ম্যাচে ৪-৫টি ছক্কা মারতে পারি।'
তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৩ সালের এশিয়ান গেমসে। টি-টোয়েন্টিতে তার মোট রান ৫৭৭। সর্বোচ্চ অপরাজিত ৪১ রান, যা ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এসেছে।
ওয়ানডেতে তার মোট রান ৩৮২, সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আসিফ দীর্ঘদিন ধরে পাকিস্তানের জন্য একজন আক্রমণাত্মক ব্যাটার হিসেবে খেলে এসেছেন।