ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, ‘চ্যাম্পিয়ন্স কাপ’-এর জন্য জাতীয় দলের পাঁচ সাবেক ক্রিকেটারকে মেন্টর হিসেবে নিয়োগ দেয় পিসিবি। তারা হলেন শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, মিসবাহ-উল-হক, ওয়াকার ইউনুস এবং সাকলাইন মুশতাক।
প্রত্যেককে মাসিক ৫০ লাখ রুপি বেতন দেয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে চ্যাম্পিয়ন্স কাপ বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়, ফলে আর মেন্টরের প্রয়োজন থাকেনি। শোয়েব মালিক আগেই পদত্যাগ করেন, কিন্তু বাকি চারজন সাবেক ক্রিকেটার এখনও মাসিক বেতন পাচ্ছেন।
পিসিবি সাকলাইন মুশতাক এবং ওয়াকার ইউনুসকে চাকরিচ্যুতি'র নোটিশ পাঠিয়েছে। তবে তাদের চুক্তি অনুযায়ী তারা আরও চার মাসের বেতন পাবেন, এ সময়ের মধ্যে বোর্ড চাইলে তাদের কাজে লাগাতে পারে।
আর সরফরাজ আহমেদ এবং মিসবাহ-উল-হককে স্থায়ীভাবে বোর্ডে রেখে দেয়া হয়েছে, তবে এখন পর্যন্ত তাদের কোনো নতুন দায়িত্ব দেয়া হয়নি। তাদের মাসিক বেতন কমিয়ে দেয়ার সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে মৌখিকভাবে জানানোও হয়েছে।
পাঁচ মেন্টরকে মাসিক ৫০ লাখ রুপি দেয়ায় টানা সমালোচনার মুখে পড়েছিল পিসিবি। শুরুতে বোর্ড তাদের স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য অপেক্ষা করে, কিন্তু চুক্তি অনুযায়ী আগাম পদত্যাগ করলে চার মাসের বেতন (দুই কোটি রুপি) দিতে হতো।
তাই কেউই স্বেচ্ছায় পদ ছাড়েননি। ফলে কর্তৃপক্ষ তাদের মধ্যে দু’জনকে চাকরিচ্যুত করার পাশাপাশি অন্য দু’জনকে স্থায়ীভাবে রেখে দেয়ার সিদ্ধান্ত নেয়।