৫ বছর নিষিদ্ধ নাসিম-মিসবাহদের এজেন্ট

মিসবাহর সঙ্গে মোঘিস আহমেদ
একের পর এক নেতিবাচক কারণে সংবাদের শিরোনাম হচ্ছে পাকিস্তান। এবার দেশটির এক ক্রিকেট এজেন্টকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার নাম মোঘিস আহমেদ। এই ক্রিকেট এজেন্ট কাজ করেছেন নাসিম শাহ, মিসবাহ উল হক ও সাঈদ আজমলের মতো ক্রিকেটারের সঙ্গে।

promotional_ad

তার বিরুদ্ধে কাউন্টি ক্রিকেটে ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগে এনেছে ইসিবি। ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মালিক হিসেবে পরিচিত মোঘিস। তিনি কাউন্টির এক কোচকে প্রস্তাব দিয়েছিলেন তার এক ক্লায়েন্টকে দলে নিলে কমিশন দেয়ার।


আরো পড়ুন

সালমানের ওপর বিশ্বাস আছে হেসনের

৯ আগস্ট ২৫
পাকিস্তানের জার্সিতে সালমান আলী আঘা

সেই কোচ সেদিনই প্রস্তাবের কথা জানিয়ে দেন ইসিবিকে এবং পরবর্তীতে ট্রাইবুনাল নিশ্চিত করে যে, এমন প্রস্তাব সত্যিই দেয়া হয়েছিল সেই কোচকে। ইসিবির দুর্নীতি-বিরোধী নীতি ভঙ্গের দায়ে তাকে আগামী পাঁচ বছরের জন্য ক্রিকেট-সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে তাকে।


promotional_ad

মোট ৬০ মাসের এই নিষেধাজ্ঞার প্রথম ৩০ মাস তাকে পুরোপুরি ভোগ করতে হবে, আর বাকি ৩০ মাস স্থগিত থাকবে। যদি তিনি আর কোনো অপরাধে জড়িয়ে না পড়েন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ক্রিকেট রেগুলেটর এ বিষয়ে মুখ খুলেছে।


ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া বিবৃতিতে ক্রিকেট রেগুলেটরের পরিচালক ক্রিস হাওয়ার্ড বলেন, 'মোঘিস আহমেদ এক পেশাদার কাউন্টি কোচকে এমন এক দুর্নীতির পরিকল্পনায় যুক্ত করার চেষ্টা করেছেন, যা ইংল্যান্ড-ওয়েলসসহ বিশ্ব ক্রিকেটের সততা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করত। এই দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা প্রমাণ করে, তিনি যে ষড়যন্ত্রে লিপ্ত হতে চেয়েছিলেন তার গুরুত্ব কতটা গুরুতর ছিল।'


তিনি আরও যোগ করেছেন, 'অবৈধ আর্থিক প্রণোদনার বিনিময়ে নির্বাচনের চেষ্টা বা গ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি আমাদের খেলাধুলার সততার মূলে আঘাত করে। যেখানে দুর্নীতির সন্দেহ হবে, সেখানে তদন্ত হবে এবং দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। এই ঘটনা প্রকাশ পেয়েছে কোচ এবং অন্যদের সাহসের জন্য, যারা দুর্নীতির প্রস্তাব পাওয়ার মুহূর্তেই উদ্বেগ প্রকাশ করেছেন। তারা তদন্ত ও ট্রাইবুনাল প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ সহায়তা করেছেন, এজন্য তাদের প্রশংসা করা হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball