টেস্টে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আজহার মাহমুদ

আন্তর্জাতিক
টেস্ট ক্রিকেটে পাকিস্তানের নতুন কোচ আজহার মাহমুদ
আজহার মাহমুদ, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাকিস্তান পুরুষ দলের লাল বলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে আজহার মাহমুদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। ২০২৬ সালের এপ্রিলে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

জাতীয় দলের সহকারী কোচ হিসেবে আগে থেকেই দায়িত্ব পালন করে আসছিলেন আজহার। অভিজ্ঞ এই ক্রিকেট ব্যক্তিত্বকে গুরুত্বপূর্ণ সময়ে লাল বলের দায়িত্ব দিল বোর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও সফল অধ্যায় রয়েছে আজহারের। এসব অভিজ্ঞতা তাকে দলের কৌশলগত কাঠামোয় গুরুত্বপূর্ণ করে তুলেছে বলে মনে করছে বোর্ড।

আজহারের লাল বলের অভিজ্ঞতা আলাদা করে তুলে ধরার মতো। ইংল্যান্ডে দুইবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি। এই অর্জন তার নেতৃত্ব, পরিকল্পনাগত দক্ষতা ও ধারাবাহিকতার প্রমাণ।

পিসিবি মনে করে, আজহারের নেতৃত্বে পাকিস্তানের লাল বল দল আরও বেশি শৃঙ্খলাপূর্ণ ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। আন্তর্জাতিক মঞ্চে উন্নতির ধারাও ধরে রাখতে পারবে দলটি।

বর্তমান চুক্তির সময়সীমা পর্যন্ত আজহার মাহমুদই থাকবেন দায়িত্বে। এরপর পরবর্তী কোচিং কাঠামো নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড।

আরো পড়ুন: আজহার মাহমুদ