promotional_ad

এলিট প্যানেলে পালেকার ও ওয়ার্ফ, বাদ গফ-উইলসন

মাইকেল গফ ও জোয়েল উইলসন
এলিট প্যানেল আম্পায়ারদের তালিকা হালনাগাদ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন তালিকায় জায়গা করে নিয়েছেন সাউথ আফ্রিকার আলাহুদিন পালেকার ও ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। এলিট প্যানেলে জায়গা হারিয়েছেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন।

promotional_ad

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। মূলত পালেকার ও ওয়ার্ফের পারফরম্যান্স বিবেচনা করে তাদের এলিট প্যানেলে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।


ওয়ার্ফ অন-ফিল্ড আম্পায়ার হিসেবে এখন পর্যন্ত ছেলেদের ৭টি টেস্ট, ৩৩টি ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন। কদিন আগেই অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ও মেয়েদের সাদা বলের টুর্নামেন্টে আম্পারিংয়ের অভিজ্ঞতা আছে তার।


অন্যদিকে পালেকার ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৪ টেস্ট, ২৩ ওয়ানডে ও ৬৭টি টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন। সেই সঙ্গে মেয়েদের ১৭ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। 



promotional_ad

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আম্পায়ারিং করতে দেখা গেছে তাকে। এবার সেই অভিজ্ঞতার কারণেই আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন তিনি।


আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ার্স ২০২৫-২৬:


কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস গ্যাফানি (নিউ জিল্যান্ড), আড্রিয়ান হোল্ডস্টক (সাউথ আফ্রিকা), রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), আলাহুদিন পালেকার (দক্ষিণ আফ্রিকা), আহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), রডনি টাকার (অস্ট্রেলিয়া) ও অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball