promotional_ad

রিজওয়ানের কেন্দ্রীয় চুক্তি বাতিলের দাবি সাবেক পাকিস্তানি পেসারের

পাকিস্তানের জার্সিতে মোহাম্মদ রিজওয়ান
পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বোর্ডের আয়োজিত ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশ না নিয়ে ক্লাব ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পেসার সিকান্দার বখত। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।

promotional_ad

এমনিতে সেরা ফর্মে নেই রিজওয়ান। সম্প্রতি তিনি বাদ পড়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকেও। এবার রিজওয়ানের কেন্দ্রীয় চুক্তি বাতিলের দাবি তুলেছেন সিকান্দার। পাকিস্তানের ক্রিকেটের স্বার্থে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে নীতিতে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। 


আরো পড়ুন

বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ

৫ মার্চ ২৫
বাবর আজম (বামে) ও মোহাম্মদ রিজওয়ান (ডানে), ফাইল ছবি

তিনি বলেছেন, 'তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মচারী। তারা মাসে ৬০ লক্ষ টাকা বেতন পায়, তাই বোর্ডের আয়োজিত সব টুর্নামেন্টে তাদের অংশ নেয়া উচিত। এটা পিসিবির দায়িত্ব নিশ্চিত করা যে খেলোয়াড়রা সব ম্যাচে উপলব্ধ থাকবে। যদি আপনি ক্লাব ক্রিকেট খেলেন এবং বোর্ডের টুর্নামেন্টে না খেলেন, তাহলে এর অর্থ হল আপনি পিসিবিকে অপমান করছেন।’



promotional_ad

পিসিবি চেয়ারম্যানকে পরামর্শ দিয়ে সিকান্দার আরও বলেছেন,  ‘এটা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। মহসিন নকভিকে কঠোর হতে হবে। তিনি একজন ভদ্র মানুষ হিসেবে পরিচিত, তবে তাকে তার নীতি বদলাতে হবে। জানতে হবে, এখানে কী হচ্ছে। কঠোর হতে হবে। তাদের কেন্দ্রীয় চুক্তি বাতিল করুন।’


আরো পড়ুন

ডাফি-সেয়ার্সের তোপের পর সেইফার্ট ঝড়ে জিতল নিউজিল্যান্ড

১৮ মার্চ ২৫
২২ বলে ৪৫ রান করেন টিম সেইফার্ট, ফাইল ফটো

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি রিজওয়ানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ রান করে আউট হওয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তিনি করেন ৪৬ রান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এই ম্যাচে আর ব্যাটিংয়ের সুযোগ আসেনি তার। ভারতের বিপক্ষে ধীর গতির ইনিংসের কারণে পাকিস্তানের সাবেকরা তাই চটেছেন রিজওয়ানের ওপর।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball